scorecardresearch
 

AFC Cup 2023 Mohun Bagan VS Oridisa FC: আজ AFC কাপে মোহনবাগান VS ওড়িশা FC, কোথায় কীভাবে দেখবেন লাইভ?

এএফসি কাপের গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে উড়িষ্যা এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট।  গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইছে সবুজ-মেরুন শিবির। মঙ্গলবারের ম্যাচ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল
হাইলাইটস
  • মোহনবাগানের বিরুদ্ধে নামছে ওড়িশা এফসি
  • কীভাবে দেখা যাবে ম্যাচ?

এএফসি কাপের গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে উড়িষ্যা এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট।  গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইছে সবুজ-মেরুন শিবির। মঙ্গলবারের ম্যাচ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

কীভাবে দেখবেন এই ম্যাচ?
ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। কোনও টিভি চ্যানেলেই এই ম্যাচ সরাসরি দেখা যাবে না। তবে ফ্যানকোড অ্যাপে সরাসরি ম্যাচ দেখা যাবে। এবারের এএফসি কাপের সমস্ত ম্যাচই এখানে সরাসরি দেখার সুযোগ থাকছে। তবে এক্ষেত্রে টাকা দিতে হবে। শুধু এই ম্যাচ দেখতে গেলে দিতে হবে ২৫ টাকা। এএফসি কাপের সমস্ত ম্যাচ দেখতে পাবেন ৫৯ টাকার পাস নিলে। গোটা মাসের সাবস্ক্রিপশন নিতে হলে দিতে হবে ১৯৯ টাকা। এক বছরের সাবস্ক্রিপশনের জন্য দিতে হবে ৬৯৯ টাকা। তবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেল থাকলে ম্যাচ সরাসরি বিনা পয়সায় দেখতে পাবেন।

আশিকের চোট নিয়ে সিদ্ধান্ত
এই ম্যাচে নামার আগে চোট আঘাত সমস্যায় জর্জরিত মোহনবাগান। ভারতীয় দলের হয়ে কিংস কাপ খেলতে গিয়ে হাঁটুতে চোট পাওয়ায় গোটা মরশুমেই আর নামতে পারবেন না আশিক ক্রুনিয়ান। চোট রয়েছে ক্যাপ্টেন শুভশিস বসুরও। তবে তিনি হয়ত খেলতে পারেন মঙ্গলবারের ম্যাচে। সের্জিও লোবেরার ওড়িশার বিরুদ্ধে খেলতে নামার আগে যদিও বেশ সতর্ক মোহনবাগান। ম্যাচের আগে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেন, ' ওড়িশা খুব কঠিন প্রতিপক্ষ। আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা জেতার জন্য আমরা সবরকম ভাবেই চেষ্টা চালাবো।

Advertisement


গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করে মোহনবাগানের হয়ে দারুণ শুরু করেছিলেন সবুজ-মেরুনের হেড স্যার। এই মরশুমের শুরুতেই এসে গিয়েছে ডুরান্ড কাপও। তাও আবার ইস্টবেঙ্গলকে ফাইনালে হারিয়ে। যদিও ডুরান্ড কাপ এখন অতীত ফেরান্দোর কাছে। মোহনবাগান কোচ বলেন, 'ডুরান্ড কাপ কোনও টুর্নামেন্ট নয় আমার কাছে। মরশুমের শুরু। ওখানে কী করেছি মনে রাখতে চাই না। এখন নতুন লড়াই। এটা নিয়েই ভাবতে হবে। এএফসি কাপ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।' 
 

আরও পড়ুন

Advertisement