এএফসি কাপের (AFC Cup) ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে অনিশ্চিত সবুজ মেরুনের গোল মেশিন রয় কৃষ্ণ (Roy Krishna)। পারিবারিক কারণে ফিজি ফিরে যেতে চেয়েছেন রয়। রবিবার অনুশীলনেও যোগ দেননি। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের খোঁজ করেছেন তিনি। ফিজি দুতাবাসের দপ্তরে গিয়েছেন রয়। ফলে মঙ্গলবারের ম্যাচে হয়ত তাঁকে ছাড়াই নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। চোটের কারণে দলে থাকছেন না সন্দেশ ঝিঙ্গনও (Sandesh Jhingan)। জাতীয় দলের হয়ে বেলারুশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সন্দেশ। আর তাই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না এটিকে মোহনবাগান শিবির। তবে রয় কৃষ্ণা বা সন্দেশ ঝিঙ্গন কালকের ম্যাচে নামবে কিনা তা ঠিক করা হবে মঙ্গলবার সকালে। সোমবার সকালেই শহরে এসে পৌঁছেছে ব্লু স্টার এফসি।
রয় কৃষ্ণা নেই
শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি খুব কঠিন প্রতিপক্ষ নয়। তাই রয় কৃষ্ণ না থাকলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এটিকে মোহনবাগানের। উল্টে চার বিদেশিকে বেছে নেওয়ার কাজটা কিছুটা সহজ হল জুয়ান ফেরান্দোর কাছে। কারণ, রয় না থাকলে ডিফেন্সে তিরিকে ব্যবহার করতে সমস্যা হবে না তাঁর। সেক্ষেত্রে দলে সুযোগ পাবেন ডেভিড উইলিয়ামসও (David Williams)।
চার বিদেশি কারা হতে পারেন?
হুগো বুমোস, ডেভিড উইলিয়ামস, তিরি ও জনি কাউকো। এই চার বিদেশিকে নিয়েই দল সাজাতে পারে এটিকে মোহনবাগান। কারণ কার্ল ম্যাকহিউ এখনও দলের সঙ্গে যোগ দেননি। গোল করার ক্ষেত্রে উইলিয়ামসের সঙ্গে দেখা যেতে পারে তরুণ কিয়ান নাসিরিকে।
আরও পড়ুন: চাহালকে হেনস্থা, অভিযোগের আঙুল সাইমন্ডসের দিকেই
আরও পড়ুন: হতে পারে গেম চেঞ্জার! রিটায়ার্ড আউট ও রিটায়ার্ড হার্টের মধ্যে তফাত্ কী?
থাকছেন না সন্দেশ
এএফসি কাপে অনুশীলন শুরু হওয়ার পর থেকে এখনও বল পায়ে দেখা যায়নি দেশের অন্যতম সেরা ডিফেন্ডারকে। মাঠের বাইরে রিহ্যাব করেছেন, জিমে গা ঘামিয়েছেন তবে মাঠের মধ্যে বল নিয়ে অনুশীলন করেননি সন্দেশ। তাই তিনি না থাকলে প্রীতম কোটালের সঙ্গে স্টপারে তিরিকে দেখা জেতে পারে।