scorecardresearch
 

AFC Cup East Bengal: ফিট ডিমানটাকোস-জিকসন, তবুও AFC কাপের আগে বিরাট সমস্যায় ইস্টবেঙ্গল

ম্যাচের আগে ভিডিও অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের ভিডিও দেখেই ম্যাচ জেতার ব্লু প্রিন্ট তৈরি করেন কোচরা। কিন্তু এএফসি কাপে (AFC Cup) তুর্কমেনিস্তানের ক্লাব আলটাইন আসেরের (Altin Asir) বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইসবেঙ্গল (East Bengal)।  কারণ আলটাইন আসেরের ম্যাচের কোনও ভিডিও পাচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ম্যাচের আগে মাত্র তিনদিন বাকি। তবে কেন এই পরিস্থিতি? শোনা যাচ্ছিল, শেষ তিন বছর এই ক্লাব যে লিগে খেলে, সেই লিগ সম্প্রচারই হয়নি। তাই অনেক চেষ্টা করেও কোনও ভিডিওই জোগাড় করা যাচ্ছে না। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

ম্যাচের আগে ভিডিও অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের ভিডিও দেখেই ম্যাচ জেতার ব্লু প্রিন্ট তৈরি করেন কোচরা। কিন্তু এএফসি কাপে (AFC Cup) তুর্কমেনিস্তানের ক্লাব আলটাইন আসেরের (Altin Asir) বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইসবেঙ্গল (East Bengal)।  কারণ আলটাইন আসেরের ম্যাচের কোনও ভিডিও পাচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। ম্যাচের আগে মাত্র তিনদিন বাকি। তবে কেন এই পরিস্থিতি? শোনা যাচ্ছিল, শেষ তিন বছর এই ক্লাব যে লিগে খেলে, সেই লিগ সম্প্রচারই হয়নি। তাই অনেক চেষ্টা করেও কোনও ভিডিওই জোগাড় করা যাচ্ছে না। 

চোট সারিয়ে ফিরলেন ক্লেইটন-নন্দা
আর বিষয়টি যে সত্যি তা শনিবার জানিয়ে গেলেন কুয়াদ্রাতও। 'ঠিকই শুনেছেন। ওদের লিগের কোনও সম্প্রচার হয়নি। তাই ভিডিও জোগাড় করা যাচ্ছে না।' গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটা তো বড় সমস্যা? কুয়াদ্রাতের উত্তর, 'সমস্যা ভেবে বসে থাকলে তো হবে না। সমাধানের চেষ্টা করছি আমরা। জিততেই হবে।' তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভাল খবরও রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। চোটের জন্য বেশ কয়েকদিন বাইরে ছিলেন নন্দাকুমার। এদিন পুরোদমে অনুশীলন করলেন। বললেন, 'আমি এএফসি ম্যাচ খেলব।' বড় কথা দীর্ঘ কয়েক সপ্তাহ পর বেশ কিছুক্ষণ অনুশীলন করলেন ক্লেইটন সিলভাও। বললেন, 'আশা করছি এই ম্যাচে খেলতে পারব।'
 
অনুশীলনে ছিলেন না জিকসন সিং ও দিমিত্রিয়স
তবে এদিন অনুশীলনে ছিলেন না জিকসন সিং (Jeakson Singh) এবং দিমিত্রিয়স ডিমানটাকোস (Dimitrios Diamantakos)। দুজনকেই দ্রুত ম্যাচ ফিট করার জন্য হোটেলে পরিশ্রম করেছে মেডিক্যাল টিম। রবিবার তাঁরা অনুশীলনে যোগ দিতে পারেন। দু'জনকেই এএফসি ম্যাচে পেতে আশাবাদী ইস্টবেঙ্গল। 

কীভাবে পাবেন এই ম্যাচের টিকিট?
এই ম্যাচের জন্য আপাতত ৩০ হাজার মতো টিকিট ছাড়া হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব ছাড়াও ত্রিধারা সম্মিলনী ক্লাব এবং রুবি হাসপাতালের মোড়ে টিকিট বিক্রির কিয়স্ক হয়েছে। ফলে সহজেই কাটতে পারবেন এই ম্যাচের টিকিট।
 

আরও পড়ুন

Advertisement

Advertisement