AFC Cup East Bengal vs Altyn Asyr: ক্লেইটনের গোল বাতিল, এগিয়ে থেকেও অলটিন অসিরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

অলটিন অসিরের বিরুদ্ধে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিদায় নিল ইস্টবেঙ্গল। শুরুতে এগিয়ে গেলেও, পরপর গোল খেয়ে হারতে হয় লাল-হলুদ ব্রিগেডকে। ঘরের মাঠে ডিফেন্সের একাধিক ভুলে বিদায় নিতে হল কার্লেস কুয়াদ্রাতের দলকে। হিজাজি মাহের চোট নিয়েও এদিন খেলতে নামেন। তবে তুর্কিমিনিস্তানের ক্লাব প্রথমার্ধেই সমতা ফেরানোর পাশাপাশি এগিয়েও যায়। একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। বিরতিতে লাল-হলুদ শিবির পিছিয়ে ছিল ১-২ গোলে। যদিও শেষ মুহূর্তে ঢাল হয়ে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন অলটিন অসিরের গোলরক্ষক।

Advertisement
ক্লেইটনের গোল বাতিল, এগিয়ে থেকেও অলটিন অসিরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের East Bengal

অলটিন অসিরের বিরুদ্ধে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রিলিমিনারি রাউন্ড থেকেই বিদায় নিল ইস্টবেঙ্গল। শুরুতে এগিয়ে গেলেও, পরপর গোল খেয়ে হারতে হয় লাল-হলুদ ব্রিগেডকে। ঘরের মাঠে ডিফেন্সের একাধিক ভুলে বিদায় নিতে হল কার্লেস কুয়াদ্রাতের দলকে। হিজাজি মাহের চোট নিয়েও এদিন খেলতে নামেন। তবে তুর্কিমিনিস্তানের ক্লাব প্রথমার্ধেই সমতা ফেরানোর পাশাপাশি এগিয়েও যায়। একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। বিরতিতে লাল-হলুদ শিবির পিছিয়ে ছিল ১-২ গোলে। যদিও শেষ মুহূর্তে ঢাল হয়ে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন অলটিন অসিরের গোলরক্ষক।

ম্যাচের ৭ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডেভিডের শট প্রথমে অলটিন গোলরক্ষকের গ্লাভসে লেগে পোস্টে প্রতিহত হয়। পরে ফের গোলকিপারের হাত ফসকে যায় বল। ফিরতি বলে শট নিয়ে তা প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ডেভিড। তবে খুব বেশি সময় সেই লিড ধরে রাখতে পারেনি লাল-হলুদ। পুরনো রোগই যেন ফের ফিরে এল ইস্টবেঙ্গলের। ১৮ মিনিটের মাথায় গোল শোধ করল অলটিন অসির। তুর্কমেনিস্তানের ক্লাবটির হয়ে গোল করেন মিরাত অ্যানায়েভ। ইস্টবেঙ্গল গোলকিপার কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে বল জালে জড়িয়ে যেতে দেখেন। ২৮ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন সেলিম। গোলকিপার গিল নড়বার সুযোগ পাননি।

দ্বিতীয়ার্ধে দলে আসেন ডিমানটাকোস ও ক্লেইটন সিলভা। তবে গোল সংখ্যা আরও বাড়িয়ে নেয় অলটিন অসির। ৫২ মিনিটের মাথায় অলটিন অসিরের হয়ে গোল করে ব্যবধান বাড়ান মিহায়িল। সেকেন্ড পোস্ট দিয়ে অনবদ্য গোল করেন তিনি। তবে ইস্টবেঙ্গলেরশা বাঁচিয়ে রাখেন সউল ক্রেসপো। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় অলটিন অসিরের জালে বল জড়ান ক্রেসপো। পেনাল্টি বক্সের মধ্যে দুই-তিনজন ডিফেন্ডারের মধ্যে দিয়েই গোলে বল রাখেন ক্রেসপো। বল জড়ায় জালে। 

৬৯ মিনিটে আত্মঘাতী গোল হজম করতে হতো অলটিনকে। তবে বল পোস্টে লেগে মাঠেই ফিরে আসে। ৮১ মিনিটে বাতিল করা হয় ইস্টবেঙ্গলের গোল। ক্লেটন সিলভা অলটিনের জালে বল জড়ালেও রেফারি বাতিল করেন গোল। সিলভা গোলকিপারকে ফাউল করেছেন বলে জানান রেফারি।

Advertisement

POST A COMMENT
Advertisement