Pakistan vs Afghanistan, Asia Cup 2022: এশিয়া কাপ ২০২২-এর ফাইনালিস্ট চূড়ান্ত। গত কাল আফগানিস্তান হেরে যাওয়ায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া ও আফগানিস্তান। তবে হারের হতাশা যে এমন রূপ নিতে পারে তা গত কালের ম্যাচ শেষ হওয়ার আগে দেখা যায়নি। দর্শকদের হুজ্জুতির জন্য এর আগেও বহু ম্যাচ বাতিল হয়েছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ক্রিকেট স্টেডিয়ামে দুই দেশের সমর্থকদের মধ্যে মারামারি এর আগে বোধহয় খুব একটা দেখা যায়নি।
প্রথম থেকেই ম্যাচ টানটান ছিল। খেলা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। সেখানে ছিল টুইস্টের পর টুইস্ট। পর পর দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ বার করে নেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। তার পরই যেন ক্ষোভের আগুনে ঘি পড়ে। যেখানে পাকিস্তানি সমর্থকরা উল্লাসে মাততে গিয়ে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেখানে স্টেডিয়ামে ভাঙচুর চালায় আফগান সমর্থকরা।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়
খবরে বলা হয়েছে, ম্যাচ জেতার পর পাকিস্তানি সমর্থকরা স্টেডিয়ামেই গোলমাল সৃষ্টি করে। আফগান সমর্থকদের ওপর চড়াও হয় তারা। এর পর ক্ষুব্ধ আফগান সমর্থকরা পাল্টা মারপিট শুরু করে এবং পাকিস্তানি ক্রিকেট ভক্তদের চেয়ার দিয়ে মারধর করে।
After the Afg Pak World Cup match last year I decided I would never watch another game between these two teams at the stadium. pic.twitter.com/JrJnpmUP09
— Twitt.Arhum (@arhuml92) September 7, 2022
শারজা স্টেডিয়ামেই আফগান সমর্থকরা চেয়ার ভাঙতে শুরু করে। চেয়ারগুলো উপড়ে ফেলে পাকিস্তানি ভক্তদের দিকে তেড়ে যায় তারা। পুরো বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। এর ভিডিওও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
পাকিস্তানি সমর্থকদের চেয়ার দিয়ে মারধর
ভিডিওতে দেখা যায়, দাঙ্গাবাজ ভক্তদের হাতে রয়েছে আফগান পতাকা। পোশাকে, গায়েও দেশের পতাকা এঁকেছেন। অন্য যে চেয়ারগুলো তারা ছুড়ে মারছেন, তার কাছেই পাকিস্তানি পতাকা দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে। ভিডিওতে আফগান ভক্তদেরও পাকিস্তানিদের চেয়ার দিয়ে আঘাত করতে দেখা গেছে।
On a serious note, some of these afghan kids really need to learn how to behave. This is an international match not gully cricket. Never happens in any other matches. That's the reason i really respect the other Cricket Teams
— MUHAMMAD ROBAS (@IAmRobas) September 7, 2022
#PakvsAfg pic.twitter.com/jwRblDphRA
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিন্দা করেছেন
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ব্যবহারকারীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। দাঙ্গাবাজ আফগান সমর্থকদের তিরস্কার করেন তারা। একজন পাকিস্তানি ব্যবহারকারী লিখেছেন, 'এটি একটি গুরুতর বিষয়। এই আফগানদের ভালো আচার-আচরণ শেখার খুব প্রয়োজন। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ, গলি ক্রিকেট নয়। অন্য কোনও ম্যাচে এ ধরনের জিনিস হয় না। এই কারণেই অন্য দলের প্রতি আমার শ্রদ্ধা বেশি।'
ম্যাচটি এক উইকেটে জিতে নেয় পাকিস্তান
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান দল ৬ উইকেটে ১২৯ রান করেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় ইনিংসে ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে যায়। ১১৮ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ হারার পরিস্থিতিতে চলে যায় পাকিস্তান। কিন্তু শেষ ওভারে পর পর দু'টি ছক্কা মেরে ম্যাচ জিতে নেন নাসিম শাহ।