scorecardresearch
 

AIFF Controversy: মহিলা ফুটবলারদেরও যৌন হেনস্থা? 'ব্রিজভূষণ-কাণ্ড' ঠেকাতে তড়িঘড়ি কড়া ব্যবস্থার নির্দেশ

রেসলিং ফেডারেশনের পর, এবার বিতর্কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। গত বছরেই প্রায় ৩০ জন ভারতীয় কুস্তিগীর রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষন শরণ সিং-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। সেক্ষেত্রেও মহিলা রেসলারদের বিরুদ্ধে উঠেছিল হেনস্থার অভিযোগ। আর এবার এই অভিযোগ উঠল এআইএফএফ-এর কর্তার বিরুদ্ধে। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। 

Advertisement
মহিলা ফুটবলারদের হেনস্থার অভিযোগ মহিলা ফুটবলারদের হেনস্থার অভিযোগ
হাইলাইটস
  • নতুন অভিযোগে তোলপাড় ভারতীয় ফুটবল
  • কড়া ব্যবস্থার নির্দেশ ক্রীড়ামন্ত্রীর

রেসলিং ফেডারেশনের পর, এবার বিতর্কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। গত বছরেই প্রায় ৩০ জন ভারতীয় কুস্তিগীর রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষন শরণ সিং-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। সেক্ষেত্রেও মহিলা রেসলারদের বিরুদ্ধে উঠেছিল হেনস্থার অভিযোগ। আর এবার এই অভিযোগ উঠল এআইএফএফ-এর কর্তার বিরুদ্ধে। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। 

কী অভিযোগ ফুটবলারদের?
হিমাচল প্রদেশের দুই মহিলা ফুটবলার দীপক শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। উভয় খেলোয়াড়ের অভিযোগ যে দীপক শর্মা রুমে এসে তাদের মারধর করেন। উভয় খেলোয়াড় বলেন, দীপক শর্মা তখন মদ্যপ অবস্থায় ছিলেন। দুই খেলোয়াড়ই এই ঘটনার বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করেছেন। গোয়ায় চলা ইন্ডিয়ান উইমেনস লিগ-২-এ খাদ এফসি দলের হয়ে খেলছেন তাঁরা। খাদ এফসি হিমাচল প্রদেশের একটি দল। দীপক শর্মা বর্তমানে হিমাচল ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তিনি AIFF-এর কার্যনির্বাহী কমিটির সদস্যও।

অনুরাগের পোস্ট
অনুরাগের পোস্ট

যদিও দীপক শর্মা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে দীপক শর্মা বলেন, 'এ সব ভিত্তিহীন। কেউ তাদের উস্কানি দিয়ে এসব করাচ্ছে। রাত ১১টার দিকে তারা বাইরে যায় ডিম নিয়ে আসতে। আমি শুধু সেই সময় বেরনো নিয়ে বকাঝকা করেছি। এটা একটা ছোট্ট সমস্যা। ২৮ মার্চ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। যখন এই ঘটনা ঘটে তখন আমার স্ত্রীও আমার সঙ্গে ছিল। আমি এআইএফএফ-এর সঙ্গেও কথা বলেছি এবং তাদের সবকিছু জানিয়েছি। এতে সিরিয়াস কিছু নেই।'

আরও পড়ুন

আমরা এটিকে গুরুত্ব সহকারে দেখব: কল্যাণ চৌবে
AIFF সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, 'আমি সম্প্রতি শুনেছি যে এই অভিযোগ কমিটি, স্বাভাবিক পদ্ধতিতেই সংবিধান অনুযায়ী তদন্ত করে দেখা হবে। আমরা নির্দেশিকা অনুসরণ করব। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব। সমাজে এ ধরনের আচরণকে উৎসাহিত করা উচিত নয়। আমরা এর সত্যতা খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেব। শুধু খেলোয়াড় নয়, কোচ, বল গার্ল, সাপোর্ট স্টাফ, যেই হোক না কেন। উভয় পক্ষের কথা শুনেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না।'  

Advertisement

মুখ খুলেছেন ক্রীড়ামন্ত্রী

তবে অনুরাগ শনিবার এক্স-এ লেখেন, 'অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (AIFF) দ্রুত পদক্ষেপ নিতে এবং আমাদের ফুটবলারদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক  এআইএফএফকে আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফেডারেশন এই ব্যাপারে ঠিক কী করছে সে সম্পর্কে মন্ত্রককে জানানোর নির্দেশও দিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।'

Advertisement