scorecardresearch
 

Akash Deep On Rohit Sharma: 'এমন ঘটনা ভুলতে পারব না,' ক্যাপ্টেন রোহিতের অজানা গল্প বললেন বাংলার আকাশ দীপ

ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দলের ক্রিকেটারদের সম্পর্ক ঠিক কী রকম থাকে তা ক্রিকেটপ্রেমীরা ভাল মতোই জানেন। অধিনায়ক হলেও রোহিত শর্মা বদলান না। এমন আরও এক উদাহরন তুলে ধরলেন ভারতীয় দলের পেসার আকাশ দীপ (Akash Deep)। 

Advertisement
rohit sharma and akash deep rohit sharma and akash deep

ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দলের ক্রিকেটারদের সম্পর্ক ঠিক কী রকম থাকে তা ক্রিকেটপ্রেমীরা ভাল মতোই জানেন। অধিনায়ক হলেও রোহিত শর্মা বদলান না। এমন আরও এক উদাহরন তুলে ধরলেন ভারতীয় দলের পেসার আকাশ দীপ (Akash Deep)। 

কী বললেন বাংলার পেসার?
এবছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয়। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন রোহিতের অধিনায়কত্বে খেলতে পেরে। বাংলার হয়ে খেলা এই তরুণ পেসার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, ‘আমি সবসময় মনে করি রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আমি তাই নিজেকে ভাগ্যবান বলে মনে করি। রোহিত অন্যধরণ ক্যাপ্টেন , আমি এরকম অধিনায়ক আগে কখনও দেখিনি’। রোহিত কীভাবে আকাশ দীপের মত তরুণ ক্রিকেটারদের ভালবাসেন তার উদাহরনও তুলে ধরেন। বলেন, 'আমার মতে রোহিত সবার চেয়ে সেরা অধিনায়ক। খুবই শান্ত এবং ঠান্ডা মেজাজের মানুষ। শুধু আমার জন্য নয়, রোহিত সব খেলোয়াড়দের জন্য কাজ সহজ করে তোলার চেষ্টা করেন। আপনি দেখলে অবাক হবেন রোহিত কিভাবে তরুণ ক্রিকেটারদের ভাই এবং বন্ধুর মত মিশে যান।'

বাংলার এই পেসার তাঁর জাতীয় দলে (Team India) অভিষেক হওয়ার স্মৃতি তুলে ধরেন। তিনি তাঁর প্রথম ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেটার জ্যাক ক্রলিকে আউট করেন, কিন্তু সেটি নো-বল থাকায় বাতিল করা হয়। এর পরে রোহিত এসে তাঁকে কীভাবে অনুপ্রেরণা দেন, সে কথাই জানান আকাশ দীপ।  বলেন, ‘রোহিত শর্মা ঘটনার পর আমার কাছে এগিয়ে আসেন এবং বলেন ‘আগে এগিয়ে চল, এসব হতেই থাকবে’। তবে একজন বোলার হিসেবে কখনই এমন ঘটনা ভুলতে পারব না।' 

আরও পড়ুন

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নজর কেড়েছেন আকাশ দীপ। বল হাতে প্রথম ইনিংসে পর পর দু’বলে দু’টি উইকেট নেন, দু’টিই ক্লিন বোল্ড করেন। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেও দলে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দলীপ ট্রফিতেও ভাল বল করেন আকাশ দীপ। সেই সুবাদে ইংল্যান্ড সিরিজের পর আরও একবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান।   

Advertisement

Advertisement