Andre Russell: 'লড়কী তু কামাল কী'বালিকা বধুর 'আনন্দী'-র সঙ্গে নাচ রাসেলের!

কেকেআর (Kolkata Knight Riders) তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) এবার বলিউডে (Bollywood)। এর আগে আরও এক ওয়েস্ট ইন্ডিজ (West Indies) তারকা ক্রিস গেইল (Chris Gayle) হিন্দিতে গান গেয়েছিলেন। আর এবার শাহরুখ খানের (Shah Rukh Khan) দলের আরও এক অলরাউন্ডার ঢুকলেন বলিউডে। নাইট ভক্তদের কাছেও এটা দারুণ খবর। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে শাহরুখের শহরেই রয়েছে কেকেআর। তার আগে আন্দ্রে রাসেল (Andre Russell) বলিউডের দুনিয়ায় ঢুকে পড়েছেন।

Advertisement
'লড়কী তু কামাল কী'বালিকা বধুর 'আনন্দী'-র সঙ্গে নাচ রাসেলের!অভিকা গর ও আন্দ্রে রাসেল

কেকেআর (Kolkata Knight Riders) তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) এবার বলিউডে (Bollywood)। এর আগে আরও এক ওয়েস্ট ইন্ডিজ (West Indies) তারকা ক্রিস গেইল (Chris Gayle) হিন্দিতে গান গেয়েছিলেন। আর এবার শাহরুখ খানের (Shah Rukh Khan) দলের আরও এক অলরাউন্ডার ঢুকলেন বলিউডে। নাইট ভক্তদের কাছেও এটা দারুণ খবর। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে শাহরুখের শহরেই রয়েছে কেকেআর। তার আগে আন্দ্রে রাসেল (Andre Russell) বলিউডের দুনিয়ায় ঢুকে পড়েছেন।

তবে সিনেমা নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে রাসেলকে। ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধনার প্রেমিক পলাশ মুচ্ছল এই মিউজিক ভিডিওর ডিরেক্টর। ‘লড়কি তু কামাল কি’ নামের মিউজিক ভিডিওতে দেখা যাবে দ্রে রাসকে। তবে কোন ভূমিকায় কেকেআর অলরাউন্ডারকে দেখা যাবে তা, অবশ্য এখনও জানাননি পলাশ। রাসেলের সঙ্গে এই মিউজিক ভিডিওর পোস্টারে দেখা গিয়েছে হিন্দি ও তেলেগু ছবিতে অভিনয় করা অভিকা গর (Avika Gor)। আন্দ্রে রাসেল কেকেআর-এর জনপ্রিয় একজন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে শাহরুখ খানের দলে খেলছেন তিনি। তবে তাঁর খারাপ সময়ে পাশে ছিলেন এসআরকে। বিভিন্ন সময়ে এই ব্যাপারে কথাও বলেছিলেন রাসেল। 

কবে প্রকাশিত হবে এই গান?

এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন রাসেল। শুধু ব্যাট হাতে নয়,বল হাতেও তিনি বেশ সফল। কেকেআরকে ১০ বছর পর আবার চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া রাসেলরা। দলে মেন্টর হিসেবে এসেছেন গৌতম গম্ভীর। তিনি আসতেই বদলে গিয়েছে গোটা দল। এর মধ্যেই রাসেলকে নিয়ে এমন খবর তাঁর ভক্তদের বেশ উৎসাহিত করে তুলেছে। অনেকেই জানতে চাইছেন, পলাশের মিউজিক ভিডিও কবে রিলিজ করবে। ৯ মে পলাশের মিউজিক ভিডিও রিলিজ করবে।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কেকেআর। রোহিত, হার্দিকরা ইতিমধ্যেই আইপিএল থেকে বিদায় নিতে চলেছেন তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে কেকেআর এই ম্যাচে জিততে পারলে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে শাহরুখ খানের দল।   

Advertisement

    

POST A COMMENT
Advertisement