ansumana kromahমারাত্মক অসুস্থ আনসুমানা ক্রোমা (Ansumana Kromah)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি লাইবেরিয়ান স্ট্রাইকার। মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) তো বটেই আই লিগে চার্চিল ব্রাদার্স ও গত মরসুমে নেরোকা এফসির হয়ে খেলেছেন ক্রোমা। বিপক্ষ ডিফেন্ডারকে টলিয়ে ময়দানের সবুজে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠা ক্রোমা এখন বড় অসহায়। জীবনের ময়দানে হঠাৎ হাজির প্রবল প্রতিপক্ষ। কড়া ট্যাকল সামলে আলোর দিশা খুঁজছেন লাইবেরিয়ান ফুটবলার। এই যুদ্ধে তাঁর সতীর্থ একদল চিকিৎসক। ক্রোমাকে সুস্থ করার জন্য মরণপণ প্রয়াস জারি তাঁদের।
আই লিগের পাশাপাশি কলকাতা লিগেও চুটিয়ে খেলেছেন এই স্ট্রাইকার। গোল চেনার দক্ষতা তাঁকে অন্যদের থেকে একেবারে আলাদা করেছে। পিয়ারলেসের হয়ে গোল করে জিতিয়েছেন অসংখ্য। ম্যাচ। মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলার পাশাপাশি এই দুই বড় দলের বিরুদ্ধে প্রচুর গোলও রয়েছে তাঁর। যে কোনও দলের পক্ষেই তিনি ত্রাস। তাই ক্রোমার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় গোটা ময়দান। ভারতীয় না হলেও তিনি কলকাতাকে আপন করে নিয়েছেন। আর সেই কারণেই তাঁকে নিয়ে চিন্তায় ফ্যানরাও।
প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের উদ্যোগে তৈরি হয়েছে এই হাসপাতাল। খবর পেয়ে ছুটে আসেন তিনি। যে করে হোক ক্রোমাকে সুস্থ করতে দৃঢ়প্রতিজ্ঞ প্রাক্তন ডিফেন্ডার। বললেন, 'ওর পাশে আমরা সবাই আছি। মেডিক্যাল টিমের চেষ্টার ত্রুটি নেই। নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে ক্রোমা।' আশার খবর, আগের চেয়ে কিছুটা হলেও স্থিতিশীল এই স্ট্রাইকার। তবে ২৪ ঘণ্টা কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। স্থানীয় বন্ধুরাও ওঁর পরিবারের পাশে রয়েছেন। তবে সুস্থ হতে প্রয়োজন লম্বা চিকিৎসা। কিন্তু ফুটবল? এমন পরিস্থিতিতে লাইবেরিয়ান ফুটবলারের মাঠে ফেরা কার্যত অনিশ্চিত। দেবজিতের মন্তব্য, 'ওকে সুস্থ করে তোলা এখন প্রাথমিক কর্তব্য। তারপর বাকিটা ভাবা যাবে। মানবিক ময়দান অতীতে অনেক ফুটবলারের পাশে থেকেছে। এই লড়াইয়ে ক্রোমার সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন সবাই।'