scorecardresearch
 

Anwar Ali Transfer News: আনোয়ারকে নিয়ে সিদ্ধান্ত হল না, মোহনবাগান vs ইস্টবেঙ্গল লড়াইয়ে কে এগিয়ে?

আনোয়ার (Anwar Ali) ট্রান্সফার নিয়ে উত্তাপ ছড়িয়েছে অনেকদিন ধরেই। কোন দলে এ মরসুমে খেলবেন তিনি তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নিতে পারেনি প্লেয়ার স্টেটাস (PSC) কমিটি। মাঠের বাইরের এই ডার্বিতে (Kolkata Derby) এখনও অবধি কারা এগিয়ে, ইস্টবেঙ্গল (East Bengal) না মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)? এই প্রশ্ন উঠতে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যে। কেউ বলছেন আনোয়ার খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে, কেউ বলছেন ভারতের এই তারকা ডিফেন্ডার খেলবেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই। 

Advertisement
আনোয়ার আলি আনোয়ার আলি

আনোয়ার (Anwar Ali) ট্রান্সফার নিয়ে উত্তাপ ছড়িয়েছে অনেকদিন ধরেই। কোন দলে এ মরসুমে খেলবেন তিনি তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নিতে পারেনি প্লেয়ার স্টেটাস (PSC) কমিটি। মাঠের বাইরের এই ডার্বিতে (Kolkata Derby) এখনও অবধি কারা এগিয়ে, ইস্টবেঙ্গল (East Bengal) না মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)? এই প্রশ্ন উঠতে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যে। কেউ বলছেন আনোয়ার খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে, কেউ বলছেন ভারতের এই তারকা ডিফেন্ডার খেলবেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই। 

কোন দলে তিনি চলতি মরসুমে খেলবেন, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কারণ আনোয়ার এবং মোহনবাগান নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলতে পারলে কিছু বলার নেই। কিন্তু সেটা না হলে, মোহনবাগানের থেকে ছাড়পত্র , সহজ কথায় নো অবজেকশন সার্টিফিকেট চাইতে পারেন আনোয়ার।

কয়েকদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) ভারতীয় দলের (Indian Football Team) ডিফেন্ডারকে নিয়ে প্রশংসা করেছিলেন। আসলে মোহনবাগানে তেমন ভালো কোনও ভারতীয় ডিফেন্ডার নেই। বিশেষ করে গত মরসুমে মোহনবাগানে আনোয়ারের সঙ্গে খেলা হেক্টর ইউস্তে ইতিমধ্যেই লাল-হলুদে সই করে ফেলেছেন। এই অবস্থায় আনোয়ারও যদি চলে যায়, তাহলে মোহনবাগানের সেট ডিফেন্সই লাল-হলুদে চলে যাবে। কার্লেস কুয়াদ্রাতের দলের ডিফেন্স ও শক্তিশালি হয়ে যাবে। কারণ তাদের দুই সাইড ব্যাকও ভাল। ফলে যেনতেন প্রকারেন হেক্টর-আনোয়ার জুটিকে একসঙ্গে ইস্টবেঙ্গলে খেলা আটকাতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। 

আরও পড়ুন

শুক্রবার এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে নিজের বক্তব্য জানিয়েছেন আনোয়ার। এছাড়াও এবার থেকে তাঁর হয়ে তাঁর আইজীবী আসবেন বৈঠকে। আগামী সপ্তাহে রয়েছে ফের আনোয়ার ইস্যুতে পিএসসির বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে ঠিক কোন পথে হাঁটবেন আনোয়ার। যদিও এক্ষেত্রে ভারতীয় দলের ডিফেন্ডারের লোন থেকে বেড়িয়ে আসার জন্য বাগানের কাছে এনওসির আবেদন জানানোর সম্ভাবনা বেশি। পাল্টা বাগানও এনওসি দেওয়ার সময় শর্ত দিতে পারে কলকাতার কোনও ক্লাবে খেলতে পারবেন না তিনি। সেক্ষেত্রে আবার ইস্টবেঙ্গল ক্লাবও আনোয়ারকে নিতে চাইলে বিষয়টিতে জড়িয়ে পড়বে। তবে ব্যক্তিগতভাবে আইনোয়ার চাইছেন কোনও দলকে না জড়িয়ে নিজেই কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে।   

Advertisement

Advertisement