scorecardresearch
 

Anwar Ali Update: আনোয়ার নিয়ে সময় চাইল ইস্টবেঙ্গল-পঞ্জাব, 'আইনের ফাঁক খুঁজছে' দাবি মোহনবাগানের

আনোয়ার আলি (Anwar Ali) নিয়ে বিপাকে ইস্টবেঙ্গল (East Bengal) ও দিল্লি এফসি (Delhi FC)। ভারতীয় দলের (Indian Football Team) ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি অব্যহত। এর মধ্যেই প্লেয়ার স্টেটাস কমিটি তিন পক্ষকে তাদের জবাব দেওয়ার জন্য পাঁচ দিন সময় দিয়েছিল। সূত্রের খবর সেই সময়সীমা আরও দু সপ্তাহ বাড়ানোর আর্জি জানিয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। 

Advertisement
আনোয়ার আলি আনোয়ার আলি

আনোয়ার আলি (Anwar Ali) নিয়ে বিপাকে ইস্টবেঙ্গল (East Bengal) ও দিল্লি এফসি (Delhi FC)। ভারতীয় দলের (Indian Football Team) ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি অব্যহত। এর মধ্যেই প্লেয়ার স্টেটাস কমিটি তিন পক্ষকে তাদের জবাব দেওয়ার জন্য পাঁচ দিন সময় দিয়েছিল। সূত্রের খবর সেই সময়সীমা আরও দু সপ্তাহ বাড়ানোর আর্জি জানিয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। 

মোহনবাগান সুপার জায়েন্ট আগেই তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে চাপে পড়তে পারে তিন পক্ষই। আনোয়ারকে সাসপেন্ড করা হতে পারে। আর ট্রান্সফার ব্যান হতে পারে ইস্টবেঙ্গল ও পঞ্জাবের। সে কথা আঁচ করেই কি এই আবেদন দুই ক্লাবের? তা নিয়ে সংশয় থাকছে। মরসুম শুরু হয়ে গেলেও আনোয়ার আলি কোন দলের হয়ে খেলবেন তা এখনও অজানা। লোন ডিল থাকায় মোহনবাগান একটা সময় অবধি তাঁকে দলে রাখতে চাইলেও আনোয়ার সঠিক সময় দলের অনুশীলনে যোগ দেননি। এর আগেই শোনা যায়, তিনি নাকি ইস্টবেঙ্গলে সই করে ফেলেছেন। এরপর প্লেয়ার স্টেটাস কমিটির কাছে আবেদন জানানো হয়।

সেই আবেদনের ভিত্তিতে চলে শুনানিও। সেখানে আনোয়ারকে নিজেদের দলের ফুটবলার বলে দাবি করে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানের আপত্তিতে তাঁরা এই তারকা স্টপারকে রেজিস্টার করাতে পারেনি। এরপরেই তিন পক্ষকে নিজেদের দাবি লিখিত আকারে দিতে নির্দেশ দেয় ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি। মোহনবাগান সেই চিঠি পাঠিয়ে দিলেও, ইস্টবেঙ্গল ও পঞ্জাব এফসি তা দেয়নি। পাঁচদিনের সময়সীমা শেষ হচ্ছে শনিবার। তবে সেই সময়ের মধ্যে জবাব দিতে না পারায় আরও দুই সপ্তাহ সময় চেয়েছে দুই পক্ষ।    

মোহনবাগান শিবিরের দাবি, আসলে সময় নিয়ে আইনের ফাঁক খোঁজার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ও পঞ্জাব। তবে সেই চেষ্টা সফল হবে না বলেই দাবি তাদের। যদিও ইস্টবেঙ্গল ও পঞ্জাবের সেই দাবি শোনা হবে কিনা তা এখনও পরিস্কার নয়।   

Advertisement

 

Advertisement