scorecardresearch
 

Argentina vs Canada Copa America Live Streaming: শুক্রবার ভোরে কোপা আমেরিকায় নামছেন মেসিরা, কখন কীভাবে দেখবেন ম্যাচ?

শুক্রবার ভোরে কোপা আমেরিকায় (Copa America 2024) নামছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা (Canada)। বিশ্বকাপ জেতার পর মেসিদের ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে তা বলাই যায়। ভারতীয় সময় অনুসারে শুক্রবার ভোরে নামছে আর্জেন্টিনা ও কানাডা (Argentina vs Canada)। 

Advertisement
Copa America, Argentina Copa America, Argentina

শুক্রবার ভোরে কোপা আমেরিকায় (Copa America 2024) নামছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা (Canada)। বিশ্বকাপ জেতার পর মেসিদের ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে তা বলাই যায়। ভারতীয় সময় অনুসারে শুক্রবার ভোরে নামছে আর্জেন্টিনা ও কানাডা (Argentina vs Canada)। 

কীভাবে দেখবেন ম্যাচ?
ভারতে কোপা আমেরিকার ম্যাচগুলি টিভিতে দেখা যাবে না। তবে কীভাবে দেখবেন এই ম্যাচ (Argentina vs Canada Copa America Live Streaming)? অনলাইনে ফুটবলপ্রেমীরা ফ্যানকোড অ্যাপ (Fancode) এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। তবে এক্ষেত্রে টাকা দিতে হবে ফ্যানদের। এক মাসের জন্য দিতে হবে ১৯৯ টাকা। আর গোটা বছরের সাবক্রিপশন নিতে হলে দিতে হবে ৯৯৯ টাকা।

আট বছর আগেও এই আমেরিকাতেই বসেছিল ১৬ দলের কোপা আমেরিকার আসর। ফের একবার সেখানেই মেগা টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। তিন বছর আগের মতো মেসিদের হাতেই আবার খেতাব উঠবে, না অন্য কোন দেশ জিতবে কোপা আমেরিকা ২০২৪? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন

২৫ দিনের এই টুর্নামেন্টে লাতিন আমেরিকার দলগুলির পাশাপাশি এবারে কিন্তু উত্তর আমেরিকার ছয়টি দলও বিশেষ আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করবে। ২০১৬ সালের পর এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। চার দলের চারটি গ্রুপে এই ১৬টি দলকে ভাগ করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে রমরমিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর চলছেই। সেই যুক্তরাষ্ট্রেই বসবে এই টুর্নামেন্টেরও আসর। ১৪টি ভিন্ন ভিন্ন শহরে খেলা হবে মোট ৩২টি ম্যাচ। 

গ্রুপ বিন্যাস:-

গ্রুপ 'এ'- আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা

গ্রুপ 'বি'- মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জামাইকা

গ্রুপ 'সি'- আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ 'ডি'- ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে 

Advertisement

কোপা আমেরিকার সূচি

তারিখ  ম্যাচ  সময়
২১ জুন  আর্জেন্টিনা বনাম কানাডা ভোর ৫.৩০
২২ জুন  পেরু বনাম চিলি ভোর ৫.৩০
২৩ জুন  ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা ভোর ৩.৩০
২৩ জুন       মেক্সিকো বনাম জামাইকা সকাল ৬.৩০
২৪ জুন     
 
আমেরিকা বনাম বলিভিয়া  ভোর ৩.৩০
২৪ জুন    
 
 উরুগুয়ে বনাম পানামা  সকাল ৯.৩০
২৫ জুন কলম্বিয়া বনাম প্যারাগুয়ে     ভোর ৩.৩০
২৫ জুন       
 
 ব্রাজিল বনাম কোস্টারিকা সকাল ৬.৩০
২৬ জুন       
 
পেরু বনাম কানাডা  ভোর ৩.৩০
২৬ জুন        
 
চিলি বনাম আর্জেন্টিনা সকাল ৬.৩০
২৭ জুন  
 
 ইকুয়েডর বনাম জামাইকা    ভোর ৩.৩০
২৭ জুন        
 
ভেনিজুয়েলা বনাম মেক্সিকো সকাল ৬.৩০
২৮ জুন      
 
পানামা বনাম আমেরিকা ভোর ৩.৩০
২৮ জুন      
 
উরুগুয়ে বনাম বলিভিয়া  সকাল ৬.৩০
২৯ জুন       
 
কলম্বিয়া বনাম কোস্টারিকা  ভোর ৩.৩০
 ২৯ জুন  

 
প্যারাগুয়ে বনাম ব্রাজিল  সকাল ৬.৩০
৩০ জুন  আর্জেন্টিনা বনাম পেরু ভোর ৫.৩০
৩০ জুন      
 
কানাডা বনাম চিলি  ভোর ৫.৩০
১ জুলাই        
 
মেক্সিকো বনাম ইকুয়েডর ভোর ৫.৩০
১ জুলাই     
 
জামাইকা বনাম ভেনিজুয়েলা  ভোর ৫.৩০
২ জুলাই      
 
বলিভিয়া বনাম পানামা  সকাল ৬.৩০
২ জুলাই       
 
আমেরিকা বনাম উরুগুয়ে সকাল ৬.৩০
৩ জুলাই        
 
ব্রাজিল বনাম কলম্বিয়া সকাল ৬.৩০
৩ জুলাই        
 
কোস্টারিকা বনাম প্যারাগুয়ে সকাল ৬.৩০
৫ জুলাই   গ্রুপ এ উইনার বনাম গ্রুপ বি রানার্স আপ   সকাল ৬.৩০
৬ জুলাই   গ্রুপ বি উইনার বনাম গ্রুপ সি রানার্স আপ   সকাল ৬.৩০
৭ জুলাই গ্রুপ সি উইনার বনাম গ্রুপ ডি রানার্স আপ  ভোর ৩.৩০
 
৭ জুলাই       
 
গ্রুপ ডি উইনার বনাম গ্রুপ সি রানার্স আপ  সকাল ৬.৩০
১০ জুলাই      
 
সেমিফাইনাল ১   সকাল ৫.৩০
১১ জুলাই      

 
সেমিফাইনাল ২  সকাল ৫.৩০
১৪ জুলাই         তৃতীয় স্থানের লড়াই সকাল ৫.৩০
১৫ জুলাই        ফাইনাল  সকাল ৫.৩০

Advertisement