scorecardresearch
 

FIFA World Cup 2022: হারলেই কার্যত বিদায় মেসিদের, আর্জেন্টিনার জয়ে কাঁটা বিছোতে তৈরি মেক্সিকো

FIFA World Cup 2022: হারলেই বিদায়। এমন সমীকরণ মাথা নিয়ে মাঠে নামতে হচ্ছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ সিরিয়াস আর্জেন্টিনা। ক্যাপ্টেন লিওনেল মেসিকে অবশ্য চাপমুক্ত দেখা যায়। সতীর্থদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন তিনি।

Advertisement
হারলেই কার্যত বিদায় মেসিদের, আর্জেন্টিনার জয়ে কাঁটা বিছোতে তৈরি মেক্সিকো হারলেই কার্যত বিদায় মেসিদের, আর্জেন্টিনার জয়ে কাঁটা বিছোতে তৈরি মেক্সিকো
হাইলাইটস
  • আজ হারলেই কার্যত বিদায় আর্জেন্টিনার
  • আর্জেন্টিনার জয়ের পথে কাঁটা বিছোতে তৈরি প্রতিবেশী মেক্সিকো
  • পরিসংখ্যানে এগিয়ে আর্জেন্টিনাই

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে ( Qatar World Cup 2022) অবিশ্বাস্যভাবে নিজেদের প্রথম ম্যাচে হেরে  নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের (Soudi Arabia) কাছে হেরে বিপাকে পড়েছে আর্জেন্টিনা (Argentina)। দ্বিতীয় ম্যাচে আজ লিওনেল মেসিরা (Lionel Messi) নামছেন, মেক্সিকোর (Mexico) বিপক্ষে। লুসাইল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। হারলেই বিদায়। এমন সমীকরণ মাথা নিয়ে মাঠে নামতে হচ্ছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ সিরিয়াস আর্জেন্টিনা। ক্যাপ্টেন লিওনেল মেসিকে অবশ্য চাপমুক্ত দেখা যায়। সতীর্থদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন তিনি।

মেক্সিকোর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জয়ের বিকল্প কিছু ভাবতে পারছেন না, ‘আমরা মেক্সিকো ম্যাচ নিয়ে ভাবছি। এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ, যদিও আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না। আমরা একইভাবে এই ম্যাচটা খেলতে নামছি, যেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের।’' জানিয়ে দিয়েছেন তিনি।

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষে রয়েছে। এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই প্রথমবার দেখা হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকোর। এরপর আরো দুইবার মুখোমুখি হয় তারা। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের তিন ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ সালের জুলাইয়ের পর মেক্সিকোর কাছে হারেনি আলবিসেলেস্তেরা।

ইনজুরির শঙ্কা ছিল মেসিকে ঘিরে। কিন্ত সেই শঙ্কা দূর করে ঘাম ঝরিয়েছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে হেরেছে দিয়েগো মারাদোনার উত্তরসূরিরা। কোচের বিশ্বাস সেখান থেকে ঘুরে দাড়াঁবে দল। কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা মেক্সিকোর সঙ্গে ম্যাচটিতে আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামবো। সৌদি আরবের বিপক্ষে পরিকল্পনা কাজে আসেনি। সে কারণে আমরা কৌশল বদলাচ্ছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। অন্যদিকে, মেক্সিকো তাদের প্রথম ম্যাচ শেষ করেছে সমতায়। দলের গোলরক্ষক ওচোয়া দেয়াল ভেদ করা কঠিন হবে প্রতিপক্ষের জন্য। বিশ্বকাপ আসলে ছন্দে ফেরেন এই গোলরক্ষক। মেক্সিকান কোচও জয়ের ব্যাপারে আশাবাদী।

Advertisement

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৫ ম্যাচে। যেখানে জয়ের ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ১৬ জয়ের বিপরীতে হার ৫টি। ড্র হয়েছে ১৪ ম্যাচ। আর বিশ্বকাপে তিন দেখায় একটিও জয় পায়নি মেক্সিকানরা।

সম্ভাব্য লাইন আপ

আর্জেন্টিনা: (৪-৩-২-১): এমিলিয়ানো (গোলরক্ষক), মন্তিয়েল, তাগলিয়াফিকো, রোমেরো, মার্তিনেজ, ডি পল, পারেদেস, অ্যালিস্টার, মেসি, দি মারিয়া, লাউতারো।  

মেক্সিকো: (৪-৩-৩) ওচোয়া (গোলরক্ষক), গ্যালার্দো, মোরেনো, মন্তেস, সানচেজ, শ্যাভেজ, আলভারেজ, হেরেরা, ভেগা, মার্তিন, লোজানো।

 

Advertisement