অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। এটাই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) জন্য। গত দুই বছরে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে থাকলেও এখনও অভিষেক হয়নি অর্জুনের। এবারের আইপিএল-এ (IPL 2022) পরপর ম্যাচ হেরে অনেকদিন আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। আর তার পরেই উঠেছে প্রশ্ন, দল যখন পরের রাউন্ডে যেতেই পারবে না তখন কেন সচিন-পুত্রকে সুযোগ দেওয়া হচ্ছে না? শনিবার এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলতে নামছে মুম্বই। শনিবার কী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে দেখা যাবে অর্জুনকে? এই প্রশ্ন যখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে তখনই টুইটারে একটি ভিডিও পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুনের বলে বেধড়ক পেটাচ্ছেন ফ্যাবিয়ান অ্যালেন। অর্জুনের শর্ট বল লেগের দিকে সরে গিয়ে রুম বানিয়ে অফের দিকে বড় শট খেলছেন অ্যালেন। সেই ভিডিওতে কোথাও অর্জুনের নাম করলেও, আসলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে কী স্পষ্ট বার্তা দিতে চাইল রোহিতদের ফ্র্যাঞ্চেইজি? তারা বলতে চাইল, নেটে ভাল বল করতে না পারার জন্যই অর্জুনকে দলে নেওয়ার কথা ভাবছে না তারা।
এবারের আইপিএল-এর মেগা নিলামে ৩০ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই। গুজরাত টাইটানস অর্জুনকে ২০ লক্ষ বেস প্রাইস দিয়ে কেনার জন্য বিডও করেছিল, কিন্তু চূড়ান্ত বাজি জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: 'গুরুত্ব পায়নি ঋদ্ধিমান', বাংলার ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সচিন
আরও পড়ুন:
ইনজুরির কারণে ২০২১ সালের আইপিএলে তাকে দলের বাইরেও থাকতে হয়েছিল। গত বছর মুশতাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ২৩ বছর বয়সী অর্জুনের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। সেই সময়ে অর্জুন দুই ম্যাচে মোট দুই উইকেট নিতে পেরেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে অর্জুন তেন্ডুলকরের বাবা সচিন তেন্ডুলকরের ( Sachin Tendulkar) বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ, দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার পাশাপাশি এখন তিনি রোহিতদের মেন্টর।