scorecardresearch
 

Arun Lal Bulbul Saha: ইডেনে বুলবুল-অরুণ, সৌরভের সঙ্গে বসে দেখলেন শেহওয়াগদের ম্যাচ

চলতি বছরের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন ৬৬ বছর বয়সী অরুণ লাল ও বছর আঠাশের বুলবুল। চুটিয়ে সংসার করছেন দুই জনে। বিয়ের পর রঞ্জি ট্রফি চলাকালীন বাংলা দলের সঙ্গে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন বুলবুল। রঞ্জিতে সেমিফাইনালে হেরে যাওয়ার পর বাংলা দলের দায়িত্ব ছেড়ে দেন অরুণ লাল।  

Advertisement
সৌরভ, অরুণ লালের সঙ্গে বুলবুল সাহা সৌরভ, অরুণ লালের সঙ্গে বুলবুল সাহা
হাইলাইটস
  • ইডেনে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অরুণ লাল ও বুলবুল
  • হাজির ছিলেন সৌরভও

আবারও ইডেনে সস্ত্রীক অরুণ লাল (Arun Lal)। শুক্রবার লেজেন্ডস লিগ ক্রিকেট দেখতে ইডেনে চলে এলেন অরুণ লাল ও তাঁর স্ত্রী বুলবুল সাহা (Bulbul Saha)। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পাশে বসে ম্যাচ দেখলেন অরুণ ও বুলবুল। এর আগে আইপিএল-এর (IPL) প্লে অফের ম্যাচ দেখতে এসেছিলেন বাংলার প্রাক্তন কোচ ও তাঁর স্ত্রী। পুজোর ছুটিতে কলকাতায় থাকছেন না এই নবদম্পতি। তুরস্কে হানিমুনে যাওয়ার কথা রয়েছে অরুণ লাল ও বুলবুলের। তার আগে ইডেনে বসে প্রাক্তন ক্রিকেটারদের ম্যাচ দেখলেন এই দম্পতি।

চলতি বছরের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন ৬৬ বছর বয়সী অরুণ লাল ও বছর আঠাশের বুলবুল। চুটিয়ে সংসার করছেন দুই জনে। বিয়ের পর রঞ্জি ট্রফি চলাকালীন বাংলা দলের সঙ্গে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন বুলবুল। রঞ্জিতে সেমিফাইনালে হেরে যাওয়ার পর বাংলা দলের দায়িত্ব ছেড়ে দেন অরুণ লাল।

আরও পড়ুন: মানবিক ফুটবলার প্রীতম, দাঁড়ালেন বিশেষ শারীরিক সক্ষমের পাশে, বাহবা নেটিজেনদের

 খেলার কথা ছিল সৌরভের 
শুক্রবারের এই ম্যাচে খেলার কথা ছিল সৌরভেরও। তবে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন মহারাজ। সৌরভ খেলবেন জেনে এই টুর্নামেন্ট নিয়ে দারুণ উৎসাহিত হয়েছিল কলকাতাবাসী। তবে তিনি না খেলায় জৌলুশ অনেকটাই কমে গেল।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে রোহিতদের তুরুপের তাস হতে পারেন হার্দিক

সতীর্থদের সঙ্গে বসে ম্যাচ দেখেন সৌরভ
বীরেন্দ্র শেওয়াগ, জ্যাক ক্যালিস, মুথাইয়া মুরলীধরন, ড্যানিয়েল ভেত্তোরি, ইরফান পাঠানদের মতো তারকারা মাঠে থাকলেও জমল না ম্যাচ। আইপিএলের ধাঁচেই ডিজে বেজেছে, জ্বলছে নানা রঙের আলো। ইনিংসের বিরতিতে জমকালো লেজার শো। কিন্তু তাতেও সেই উদ্দাম, উদ্দীপনা দেখা গেল না। ইন্ডিয়া মহারাজাস দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সৌরভের। সেটা না হওয়াতেই মুষড়ে পড়ে ক্রিকেটের নন্দনকানন। সৌরভকে অন্তত একবার দেখার আশায় গ্যালারিতে হাজির ছিল প্রায় ১২ হাজার সমর্থক। তবে তাদের হতাশ করেননি মহারাজ। ম্যাচ শুরু হওয়ার একটু পরেই বক্সে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ককে। কিছুক্ষণ পর ক্লাব হাউসের লোয়ার টায়ারে গিয়ে বসেন সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন স্নেহাশিস গাঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া বৈশালী ডালমিয়া, অরুণ লাল ও তাঁর স্ত্রী বুলবুল সাহা। 

Advertisement

সৌরভকে দেখতেই প্রাণ ফিরে পায় ইডেন। সঙ্গে সঙ্গে ওঠে 'দাদা, দাদা' ধ্বনি। হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন সৌরভ। সারাদিন বৃষ্টি, আকাশের মুখ ভার। কিংবদন্তিদের ম্যাচটা হবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। কিন্তু শেষমেষ হল। ইডেন বেল বাজিয়ে লেজেন্ডস লিগের সূচনা করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওয়া। 

Advertisement