scorecardresearch
 

Bengal Cricket Team: বাংলার কোচ কে হচ্ছেন? দৌড়ে এগিয়ে লক্ষ্মী-দিন্দা

রঞ্জি মরশুমে বাংলা দলের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। কোচের সঠিক পরিকল্পনার অভাব নিয়ে কথা উঠেছিল। কিছুদিন আগে বাংলা দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সিএবির কর্তারা। সেই মিটিংয়েও কোচ অরুন লালকে ডাকা হয়নি।

Advertisement
লক্ষ্মীরতন শুক্লা ও অশোক দিন্দা (ফেসবুক) লক্ষ্মীরতন শুক্লা ও অশোক দিন্দা (ফেসবুক)
হাইলাইটস
  • বাংলার কোচ হতে পারেন লক্ষ্মী
  • বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে দিন্দা

অরুণ লাল দায়িত্ব ছাড়ার পরে বাংলা দলের কোচ কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলা দলের দায়িত্ব ছাড়ার কথা মৌখিক ভাবে সিএবি তে জানিয়ে দিয়েছিলেন অরুণ লাল। শোনা যাচ্ছে অরুণ লালের জায়গায় দায়িত্ব পারেন বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষীরতন শুক্লা। রঞ্জি ট্রফি সেমিফাইনালে হারের পরই স্পষ্ট হয়ে গিয়েছিল বাংলা দলের দায়িত্বে আর থাকছেন না অরুণ লাল। নিজের পদত্যাগ পত্রও সিএবি তে দিয়ে এসেছেন অরুণ লাল। বাংলা দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অশোক দিন্দা।

রঞ্জি মরশুমে বাংলা দলের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। কোচের সঠিক পরিকল্পনার অভাব নিয়ে কথা উঠেছিল। কিছুদিন আগে বাংলা দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সিএবির কর্তারা। সেই মিটিংয়েও কোচ অরুন লালকে ডাকা হয়নি।

তারপরই কোচ অরুন লালকে ঘিরে জল্পনা তৈরি হয়। যার ফলে তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। নতুন কোচ নিয়ে আপাতত সিএবি কোনও বিবৃতি দেয়নি। রঞ্জির কোয়ার্টার ফাইনালের আগেই দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করেছেন অরুণ লাল। নতুম বিয়ে হলেও বউয়ের সঙ্গে হানিমুনে যাওয়া হয়নি অরুণ লালের। বাংলা দলের রঞ্জি ট্রফির ম্যাচ থাকায় সস্ত্রীক বেঙ্গালুরুতে চলে যান অরুণ লাল। বাংলা দলকে এর আগের রঞ্জি ট্রফি মরশুমে ফাইনালে তুলেছিলেন অরুণ লাল। তবুও ট্রফি জেতা হয়নি। 

এবার নতুন কোচের অধীনে ট্রফি জিততে মরিয়া বাংলা দল। তবে কবে বাংলা দলের নতুন কোচ নিয়োগ হবে তা জানা যায়নি। অরুণ লাল তাঁর গত বছর চারেকের বাংলা দলের দায়িত্বে ছিলেন। এই সময়ের মধ্যেই একবার দলকে রঞ্জি ট্রফির ফাইনালে তুলেছিলেন। এ বছর তিনি বাংলাকে নিয়ে যান সেমিফাইনালে। দলের মধ্যে লড়াকু মেজাজ তৈরি করেছেন অরুণ লাল। বাংলার বোলিং আক্রমনকে দেশের সেরা হিসেবে তুলে ধরেছেন। সব মিলিয়ে কোচ অরুনলালের ইনিংস যথেষ্ট ঘটনাবহুল। 

Advertisement

Advertisement