আশঙ্কাই সত্যি হল। আইএসএল (ISL 2023) থেকে ছিটকে গেলেন মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) তারকা আশিক ক্রুনিয়ান (Ashique Kuruniyan) । ভারতীয় দলের (Indian Football Team) হয়ে কিংস কাপে (Kings Cup 2023) খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আশিক।
কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগানের তারকা উইঙ্গার। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে। মোহনবাগান কর্তাদের অভিযোগ, আশিকের চোটকে গুরুত্ব দিয়ে দেখাইনি ফেডারেশন। সূত্রের খবর, চোট পাওয়ার পরেও পাঁচদিন ধরে চিকিৎসা হয়নি ভারতীয় দলের এই ডিফেন্ডারের। জাতীয় দলের ফিজিও-র ওপর দারুণ ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, এমআরআই করার ক্ষেত্রেও বেশি সময় নেওয়া হয়েছে। তাদের দাবি এমআরআই আগে করানো হলে, ফিজিওথেরাপি শুরু করে দেওয়া যেত। শুধু তাই নয়, আশিকের চোট সারতে সময় লাগলে ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে মোহনবাগান।
বুধবার মিডিয়াডেতে এসেও ক্ষোভ উগরে দিলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, 'পুরোপুরি চোটের বিষয়ে জানি না। চিকিৎসকের থেকে জানতে হবে চোটের মাত্রা কতটা। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হবে। আমি ভীষণই হতাশ। চূড়ান্ত হতাশ এই চোট নিয়ে। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করব। স্ক্যান-এর রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব।'
১৯ সেপ্টেম্বর এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ২৩ সেপ্টেম্বর আইএসএল-এর প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান। এর পাশাপাশি শুরু হয়ে যাচ্ছে আইএসএল-ও। ফলে বাকি মরশুম তারকা ফুটবলারকে না পাওয়া গেলে সমস্যায় পড়তে হবে সবুজ-মেরুনকে।
ডুরান্ড কাপে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিল আশিকের। ফলে গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই এএফসি কাপ ও আইএসএল-এ খেলতে হবে মোহনবাগানকে।