scorecardresearch
 

Team India Asia Cup: রোহিতে রাগ, শ্রীলঙ্কার কাছে হারের পর ট্যুইটারে ট্রেন্ডিং #SackRohit

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কঠিন সময় চাপের মধ্যে ক্যাচ মিস করেছিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়ান নয়, উল্টে তাঁকে বকাঝকা করেন রোহিত।

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা
হাইলাইটস
  • পরপর দুই ম্যাচ হেরে গেল ভারত
  • ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন ভারতের সামনে

এশিয়া কাপে (Asia Cup 2022) ২০২২-এ সুপার ফোরে পরপর দুই ম্যাচে হার। পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে ফাইনালে যাওয়া অনিশ্চিত ভারতের (Team India)। বলা ভাল কার্যত বিদায়ের মুখে ভারতীয় দল। এমন অবস্থায় দারুণ ক্ষুব্ধ ভারতের সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানাচ্ছেন অনেকে। 'স্যাক রোহিত' এখন টুইটারে ট্রেন্ডিং। কেন ভারতের ক্যাপ্টেন্সি থেকে রোহিতকে সরানোর কথা বলছেন ভারতের ক্রিকেট ভক্তরা? টুইটারে নজর রাখলে দেখা যাবে, শুধু লাগাতার দুই ম্যাচ হারের জন্য নয়, যুক্তিও দিয়েছেন তাঁরা।

কেন রোহিতকে সরানোর দাবি উঠছে?
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কঠিন সময় চাপের মধ্যে ক্যাচ মিস করেছিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়ান নয়, উল্টে তাঁকে বকাঝকা করেন রোহিত। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তুলনা করে ভক্তরা বলেন, বিরাট থাকলে ব্যর্থ হওয়া প্লেয়ারের পাশেই দাঁড়াতেন। আবার দলে মহম্মদ শামির (Mohammad Shami) মত অভিজ্ঞ ক্রিকেটারকে না নেওয়া নিয়েও সমালোচনা শুনতে হচ্ছে রোহিতকে। অনেকেই মনে করছেন, 'সোনা খুঁজতে গিয়ে আমরা হিরে হারিয়েছি।'

রোহিত শর্মা
রোহিত শর্মা

আরও পড়ুন:  শ্রীলঙ্কার কাছেও হার, কী কী ঘটলে এশিয়া কাপে ফাইনালে যেতে পারে ভারত?

     

ধোনির কথা স্মরণ করছেন ভারতের ফ্যানরা

Advertisement

অনেকেই মনে করছেন, মহেন্দ্র সিং ধোনি ভারতের অধিনায়ক থাকলে এমন হত না। ক্যাপ্টেন কুল তো শুধু দারুণ ফিনিশার বাঁ ক্যাপ্টেন ছিলেন এমন নয়, উইকেটে পেছনে বিশস্ত কিপারও ছিলেন। শেষ ওভারের চতুর্থ বলে ক্রিজে ছিলেন দাশুন শনকা। অর্শদীপের লেংথ বলে চালাতে গিয়ে মিস করেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন। কিছু না ভেবেই দৌড়তে থাকেন শনকা। বল হাতে, সামনে তিনটে স্টাম্প। উইকেট ছিটকে দিতে পারলেই লড়াইয়ে ফিরে আসবে ভারত। নায়ক হয়ে যাবেন ঋষভ পন্ত। এমন অবস্থার মধ্যেও বল ছুড়ে স্টাম্প ভাঙতে পারেননি ভারতের উইকেট কিপার ব্যাটার। ফলে দুই রান দৌড়ে নিয়ে নেন শনকা ও ভানুকা রাজাপক্ষে। ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

আরও পড়ুন: ধোনি পেরেছিলেন, পন্ত ফেল, সোশ্যাল মিডিয়ায় হাহাকার

 

২০১৬ সালের টি২০ বিশ্বকাপে প্রায় একই অবস্থার সামনে পড়তে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ভারতকে। ওভারের শেষ বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। শেষ বল করছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর বলে ব্যাট চালালেও কানেক্ট করতে পারেননি বাংলাদেশের ব্যাটার। দৌড়ে এক রান চুরি করে ম্যাচ অন্তত সুপার ওভারে নিয়ে যেতে চেয়েছিলেন বাংলাদেশ ব্যাটাররা। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় ধোনির অসাধারণ স্টাম্পিং। বলের আগেই ডান হাতের গ্লাভস খুলে ফেলেন তিনি। বল ধরে সোজা ছুড়ে মারা নয়, উইকেট নিশ্চিত করতে দৌড়ে এসে উইকেট ভেঙে দেন ভারতের তৎকালীন অধিনায়ক। এই দিনের স্মৃতি ফের ফিরল মঙ্গলবার। তবে এবার আর ধোনিকে অনুসরণ করতে পারলেন না ঋষভ পন্ত। আর সেই জন্যই আবারও ধোনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

 

Advertisement