scorecardresearch
 

Asia Cup 2023 India vs Bangladesh: ভারত VS বাংলাদেশ ম্যাচেও ভাবাচ্ছে আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কতটা?

কলম্বোতে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির জেরে ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডেতে গড়িয়ে গিয়েছিল। একই কারণে বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচও বারবার বিঘ্নিত হল। একই সম্ভাবনা দেখা যাচ্ছে সুপার ফোরের শেষ ম্যাচেও। ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
ভারত বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ভারত বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

কলম্বোতে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির জেরে ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডেতে গড়িয়ে গিয়েছিল। একই কারণে বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচও বারবার বিঘ্নিত হল। একই সম্ভাবনা দেখা যাচ্ছে সুপার ফোরের শেষ ম্যাচেও। ভারত বনাম বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
 

কী বলছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট?
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ভারতের ম্যাচের দিনগুলিতে বৃষ্টি দেখা দিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পুরো খেলাই সম্ভব হয়নি। নেপালের বিরুদ্ধে ম্যাচের দিনেও বৃষ্টি হয়। সুপার ফোরে পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি হয়েছিল। সেই দিন খেলা না হওয়ায় পরের দিন খেলা হয়। শ্রীলঙ্কার ম্যাচের দিন শুধু বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর বলছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। সকাল এবং দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা থাকবে আকাশ। ফলে সকাল থেকেই পিচ ঢেকে রাখতে হতে পারে। 


পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির কারণে টস হয় দেরিতে। প্রথমে ৪৫ ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও। পরে আবার বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় ৪২ ওভারে ম্যাচ হয়। শেষ বলের থ্রিলারে জয় পায় শ্রীলঙ্কা।

ফিট আইয়ার?
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বৃহস্পতিবার কলম্বোয় অনুশীলন করেন সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর ও শ্রেয়স। ব্যাটিং অনুশীলনে বেশ সাবলীল দেখাচ্ছিল শ্রেয়াস আইয়ারকে। নেটে প্রথমে তিনি কিছুক্ষণ শরীর চর্চা করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঠের চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়াস। এরপর তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন, যেখানে প্রায় ৩০ মিনিট তিনি মিডিয়াম পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। খবর অনুযায়ী, স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধেই তিনি এদিন ব্যাটিং অনুশীলন করেন। এদিন নেটে তিনি শর্ট বলের অনুশীলনে জোর দেন। শ্রেয়স ছাড়াও এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদব।
 
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিশান, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ নাইম/তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
 
 

Advertisement

Advertisement