scorecardresearch
 

Asia Cup 2023 India vs Bangladesh: জল নিয়ে মাঠে বিরাট, তারপরেই আউট লিটন, VIDEO VIRAL

না খেললেও খবরে থাকেন বিরাট কোহলী। এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল খেলতে নামলেও বিশ্রাম দেওউয়া হয়েছে পাঁচ ক্রিকেটারকে। সেই তালিকায় রয়েছেন কিং কোহলিও। মাঠের বাইরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের ভিডিও।

Advertisement
শামির সঙ্গে কথা বলছেন বিরাট, উইকেট শামির শামির সঙ্গে কথা বলছেন বিরাট, উইকেট শামির

না খেললেও খবরে থাকেন বিরাট কোহলী। এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল খেলতে নামলেও বিশ্রাম দেওউয়া হয়েছে পাঁচ ক্রিকেটারকে। সেই তালিকায় রয়েছেন কিং কোহলিও। মাঠের বাইরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের ভিডিও।


বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কোহলিকে ড্রিঙ্কস ব্রেকের সময় সময় মাঠে দেখা গেছে। ভারতের প্রাক্তন অধিনায়ককে দলের সতীর্থদের জন্য পানীয় নিয়ে যেতে দেখা গিয়েছে। এই মুহূর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মাঠে ঢোকার সময় মজার অঙ্গভঙ্গি করতে দেখা যায় বিরাটকে। যা দেখে বেশ মজা পেয়েছেন ভারতের ক্রিকেট সমর্থকরা। মহম্মদ সিরাজের জায়গায় দলে এসেছেন মহম্মদ শামি। শার্দুল ঠাকুরকে নিয়ে তিনিই ভারতীয় দলের হয়ে বোলিং শুরু করেন। ড্রিঙ্কস বিরতির পর, শামি বল করতে আসেন এবং তার পরের ওভারের প্রথম ডেলিভারিতে ভারতকে প্রথম সাফল্য এনে দেন।

এই জল পানের বিরতিতে, বিরাট কোহলিকে শামির সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে। কোহলি এবং শামির মধ্যে কথাবার্তা বলার এই মুহূর্তটিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় দলের সমর্থকদের দাবি, বিরাটের পরামর্শেই লিটন দাসের উইকেট পেয়েছেন শামি। গুড লেংথে পড়া বল কিছুটা ঢুকে আসে। আর সেটাই বুঝতে পারেননি লিটন। বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে। 
ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক ভর্মা। ভারতীয় দল ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনালে চলে যাওয়ায় কোহলি, কুলদীপ, বুমরাহ, সিরাজ ও হার্দিক খেলছেন না। জায়গা করে নিয়েছেন তিলক, শ্রেয়াস, সূর্য, শামি ও শার্দুল ঠাকুর।
ভারতীয় দলে কারা?
বাংলাদেশের বিপক্ষে ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।
বাংলাদেশ দলে কারা?
বাংলাদেশের একাদশ:  লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, এনামুল হক,  সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান
 

Advertisement

আরও পড়ুন

Advertisement