Asia Cup 2023 India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে চোট ইশানের, কিপিং করতে পারবেন?

চোটের কবলে ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিশান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই পায়ে ক্র্যাম্প ধরে ইশানের। টপ অর্ডার ব্যাটাররা পরপর আউট হয়ে ফিরে গেলেও, দলের হাল ধরেছিলেন ইশান ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে ইশানকে শেষদিকে খোঁড়াতে দেখা যায়।

Advertisement
পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে চোট ইশানের, কিপিং করতে পারবেন?ইশান কিশান

চোটের কবলে ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিশান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই পায়ে ক্র্যাম্প ধরে ইশানের। টপ অর্ডার ব্যাটাররা পরপর আউট হয়ে ফিরে গেলেও, দলের হাল ধরেছিলেন ইশান ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে ইশানকে শেষদিকে খোঁড়াতে দেখা যায়।
শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ব্যর্থ হন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। সেই সময়ই হার্দিকের সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান। ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলে যখন তিনি ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন তখন তাঁকে খোঁড়াতে দেখা যায়। ব্যাট করার সময়ও রান নিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ভারতের উইকেটকিপার ব্যাটারকে। ফলে চিন্তায় ছিলেন ভারতীয় দলের সমর্থকরা। ৮২ রানের ইনিংসে ছিল ৯টা ছক্কা ও ২টো চার। সঙ্গে দারুণ খেলতে থাকেন হার্দিকও। ভারতের রান এগিয়ে নিয়ে যান তাঁরা।
৬৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া ভারতীয় দলের স্কোর ভালো জায়গায় নিয়ে যান এই দুই ব্যাটার। ইশান যখন আউট হন চার উইকেট হারিয়ে তখন ভারতের রান ২০৪। ১৩৮ রানের দুর্দান্ত জুটি ইশান আউট হওয়ায় শেষ হয়ে গেলেও, লড়াই চালিয়ে যান হার্দিক-জাদেজা। এশিয়া কাপে এটাই পঞ্চম উইকেটে সবচেয়ে বড় রানের পার্টনারশিপ। 
দলে কারা আছেন?
প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা।
পাকিস্তানের প্লেয়িং ইলেভেন: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

POST A COMMENT
Advertisement