Asia Cup 2023 India vs Pakistan: ঘাতক সেই শাহিনই, রোহিত-বিরাটকে ফিরিয়ে ইন্ডিয়াকে চাপে ফেলল পাকিস্তান

আবারও সেই শাহিন শাহ আফ্রিদির বলেই আউট হলেন বিরাট কোহলি। শুধু বিরাট নয়, তাঁর বলে আউট হন রোহিত শর্মাও। নতুন বলে উইকেট নেওয়া প্রায় অভ্যাসে পরিনত করে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচেও তার ব্যতিক্রম হল না।

Advertisement
ঘাতক সেই শাহিনই, রোহিত-বিরাটকে ফিরিয়ে ইন্ডিয়াকে চাপে ফেলল পাকিস্তান
হাইলাইটস
  • দারুণ বোলিং শাহিনের

আবারও সেই শাহিন শাহ আফ্রিদির বলেই আউট হলেন বিরাট কোহলি। শুধু বিরাট নয়, তাঁর বলে আউট হন রোহিত শর্মাও। নতুন বলে উইকেট নেওয়া প্রায় অভ্যাসে পরিনত করে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচেও তার ব্যতিক্রম হল না।


শুরু থেকে ভালো বল করতে থাকলেও, বেশকিছু বল লেগ সাইডে করে ওয়াইডও দিচ্ছিলেন শাহিন। এরকম এক বলে মিড উইকেটের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ধীরে ধীরে যখন খেলায় ফিরছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল, তখনই জোরে বৃষ্টি পড়তে শুরু করায় খেলা বেশ কিছুটা সময় বন্ধ থাকে। বিরতি থেকে ফিরে এসেই দারুণ বলে উইকেট তুলে নেন শাহিন। রোহিত শর্মা ২২ বল খেলে ১১ রান করে শাহিনের বলে বোল্ড হন। পরপর দু’বল আউট স্যুইং করলেও, পরের বল অফ স্ট্যাম্পের বেলে লাগে। 


বল আসার আগেই ব্যাট চালিয়ে বিপদে পড়ে যান বিরাট কোহলি। শাহিনের বল ব্যাটের ভেতরের দিকে কানায় লেগে সোজা উইকেটে এসে আঘাত করে। প্লেড অন হন বিরাট। টি২০ বিশ্বকাপের পর আবারও ভারতীয় দলের টপ অর্ডারকে নাড়িয়ে দিলেন শাহিন। শুরু থেকে বেশ ভালো বল করছিলেন নাসিম শাহ ও শাহিন। গিলের ক্যাচ ফেলে দেন মহম্মদ রিজওয়ান। না হলে আরও বিপদে পড়তে হত। তবে ভারতের দুই ওপেনারও একটু বুঝে খেলার চেষ্টা করতে থাকেন। তবে শেষরক্ষা হয়নি। আউট হন রোহিত। কিছুক্ষণের মধ্যে আউট হন বিরাটও।   

দলে কারা আছেন?
প্লেয়িং ইলেভেন:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা।
পাকিস্তানের প্লেয়িং ইলেভেন: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement