scorecardresearch
 

Virat Kohli Injury India vs Pakistan: ভারত vs পাকিস্তান ম্যাচের আগে চোট, বিরাট খেলতে পারবেন?

এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি পাকিস্তান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় ভারতীয় দল। অনুশীলনে চোট পেয়েছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। তিনি কি খেলতে পারবেন পাকিস্তানের বিরুদ্ধে?

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি

এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি পাকিস্তান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা চিন্তায় ভারতীয় দল। অনুশীলনে চোট পেয়েছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। তিনি কি খেলতে পারবেন পাকিস্তানের বিরুদ্ধে?
 

কীভাবে চোট পেলেন বিরাট?
ভারতীয় দলের অন্যতম সেরা ভরসা বিরাট। গত বছরের এশিয়া কাপে একাই ভারতকে ম্যাচ জেতান কোহলি এবার চোটের কবলে পড়লেন। যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি নেটে অনুশীলন করার সময় টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজের একটা আচমকা বাউন্সার বিরাটের গায়ে এসে লাগে। এরপর যদিও থাম্বস আপ দিয়ে বিরাট জানিয়ে দেন তিনি ঠিক আছেন। যদিও এরপর আর নেটে ব্যাট হাতে দেখা যায়নি কিং কোহলিকে। এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।


ভারতীয় সমর্থকদের আশা ম্যাচে ফিট হয়েই নামবেন বিরাট। মনে করা হচ্ছে, বিরাটের এই চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু, ম্যাচের আগে তিনি আর কোনও ঝুঁকি নিতে চাননি। আর সেকারণেই তিনি অনুশীলনের মাঝপথে নেট ছেড়ে বেরিয়ে যান।


ইতিমধ্যেই চোটের জন্য এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ওপেনার কেএল রাহুল। এই টুর্নামেন্টে তিনি টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেও, ফের চোটের কারণে তাঁকে প্রথম দুটো ম্যাচের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে বিরাট কোহলিও যদি চোটে কাহিল হয়ে পড়েন, তাহলে ভারতীয় ক্রিকেট দলের দুশ্চিন্তা বাড়বে।
রাহুল দলে না থাকলে উইকেটকিপার হিসেবে খেলবেন ইশান কিশান। ব্যাটিং অর্ডারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। চার নম্বরে ব্যাট করতে আসবেন শ্রেয়াস আইয়ার।
 

Advertisement

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত-
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
পাকিস্তান- বাবর আজম (অধিয়ায়ক), ফকর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ, সালমন আলি আগা, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ 

Advertisement