scorecardresearch
 

Asia Cup Final 2023 India vs Sri Lanka: এশিয়া কাপের ফাইনালের আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার, ছিটকে গেলেন তারকা

এশিয়া কাপের ফাইনালে খেলতে পারছেন না মহেশ থিকশানা । শ্রীলঙ্কার এই ক্রিকেটার হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান থিকশানা। তাঁর পরিবর্ত হিসেবে ফাইনালের দলে এলেন সাহান আরাচচিগে।

Advertisement
শ্রীলঙ্কা দল শ্রীলঙ্কা দল

এশিয়া কাপের ফাইনালে খেলতে পারছেন না মহেশ থিকশানা । শ্রীলঙ্কার এই ক্রিকেটার হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান থিকশানা। তাঁর পরিবর্ত হিসেবে ফাইনালের দলে এলেন সাহান আরাচচিগে।

শুধুই তো এশিয়া কাপ নয়, কিছুদিনের মধ্যেই শুরু হবে বিশ্বকাপ। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট মনে করছে, ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন মহেশ থিকশানা। শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শনাকা বলেন, ‘থিকশানার গ্রেড থ্রি চোট রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিক্যাল কমিটির প্রধান যদিও দাবি করেছেন, চোট গুরুতর নয়, তবে ফাইনালে নামানো ঝুঁকিপূর্ণ হয়ে যেত। আপাতত হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব চলবে থিকশানার। এসএলসি মেডিক্যাল কমিটির প্রধান প্রফেসর অর্জুন ডি সিলভা জানিয়েছেন, এমআরআই স্ক্যানের পর নিশ্চিত হওয়া গিয়েছে চোট বড় মাপের নয়। হাঁটাচলা করার সময়েও থিকশানা তেমন যন্ত্রণা অনুভব করছেন না। 

মহেশ থিকশানা
মহেশ থিকশানা

সামনেই বিশ্বকাপ না থাকলে থিকশানাকে রবিবাসরীয় ফাইনালে নামানোর চেষ্টা চালানো হতো বলেও দাবি তাঁর। এই বছর থিকশানা শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার। ফলে তাঁর ছিটকে যাওয়া নিঃসন্দেহে দাসুন শনাকার দলের বোলিং আক্রমণকে দুর্বল করে দিল, তা বলাই যায়। চলতি এশিয়া কাপে ৫ ম্যাচে ৮ উইকেট ঝুলিতে পুরেছেন থিকশানা। বাংলাদেশ ম্যাচে নেন ৩ উইকেট। উল্লেখ্য, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, ওয়ানিন্দু হাসারঙ্গার মতো তারকাদের শ্রীলঙ্কা চোটের কারণে এশিয়া কাপে পায়নি। তারপরেও গতবারের চ্যাম্পিয়নরা পৌঁছে গিয়েছে এবারের ফাইনালে।

আরও পড়ুন


রবিবারের ফাইনাল ম্যাচে মহেশ থিকশানার জায়গায় দুশান হেমন্তকে খেলানো হতে পারে। দুটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তবে তাঁর ব্যাটিংয়ের দক্ষতা ভালোই। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ও লিস্ট-এ ম্যাচেও একটি শতরানও রয়েছে।  

Advertisement

এশিয়া কাপে দারুণ ছন্দে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে হারতে হলেও পাকিস্তানের বিরুদ্ধে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা দল। এবার ফাইনালে লড়াই। টি২০ ফরম্যাটে এশিয়া কাপ জেতার পর, একদিনের ক্রিকেটেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া শ্রীলঙ্কা। 


 

Advertisement