scorecardresearch
 

Asia Cup 2023 India vs Sri Lanka Update: ১৭২ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস, ৪১রানে জিতে ফাইনালে ভারত

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দেওয়ার পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে ভারতীয় দল। এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করবে ভারতীয় দল।

Advertisement
দারুণ শুরু ভারতের দারুণ শুরু ভারতের

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দেওয়ার পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে ভারতীয় দল। এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করবে ভারতীয় দল।

শেষ শ্রীলঙ্কার ইনিংস

১৭২ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। চার উইকেট কুলদীপের। ৪১ রানে জিতে ফাইনালে ভারত।

৩ উইকেট কুলদীপের

আউট রাজিথাও, ১৭২ রানে ৯ উইকেট হারাল শ্রীলঙ্কা। কুলদীপ বোল্ড করলেন রাজিথাকে। 

উইকেট হার্দিকের

দারুণ ক্যাচ সূর্যকুমারের, ১৭১ রানে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা। ইশান কিশানের জায়গায় ফিল্ডিং করতে এসে দারুণ ক্যাচ সূর্যকুমারের। 

আউট ধনজয়

ভারতীয় দলকে উইকেট এনে দিলেন জাদেজা। ৭ উইকেটে ১৬২ রান শ্রীলঙ্কার। 

উইকেটে জমে গিয়েছেন ধনঞ্জয় ও ওয়েল্লালাগে

চাপ বাড়ছে ভারতের উপর, ৬ উইকেটে ১৩৩ রান শ্রীলঙ্কার

৬ উইকেট হারাল শ্রীলঙ্কা

দারুণ ক্যাচ রোহিতের। আউট ক্যাপ্টেন শনকা। ৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট শনকা।  

১০০ পেরল শ্রীলঙ্কা

৫ উইকেট হারিয়ে ৯৯ করে ফেলল শ্রীলঙ্কা। উইকেটে ধনঞ্জয় ডি সিলভা ও দাশুন শনকা। ভারতের বোলারদের ওপর চাপ বাড়াচ্ছে শ্রীলঙ্কা। 

৪৭ রান শ্রীলঙ্কার

১৩ ওভার শেষ। স্পিনাররা আসতেই চাপ বাড়ল শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর। ৩ উইকেটে ৪৭ রান শ্রীলঙ্কার।

৬ ওভার শেষ

১ উইকেটে ২৫ রান শ্রীলঙ্কার। ২১৪ রান করতে হবে তাদের।

তৃতীয় ওভারেই উইকেট

উইকেট পেলেন বুমরা। ৭ রানেই প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।

২১৩ রানে অলআউট ভারত

তিক্ষনার বয়লে আউট অক্ষর। ২১৩ রানেই শেষ ভারতের ইনিংস।

Advertisement

২০০ পেরল ভারত

৪৮ ওভারে ২০০ পেরিয়ে গেল ভারতীয় দল। ৯ উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। ২০৮ রান করে ফেলল ভারত।

থেমে গিয়েছে বৃষ্টি

বৃষ্টি থেমে গিয়েছে। ফলে ম্যাচ শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যেই। ভারতীয় সময় ৭:১৫ তে খেলা শুরু হবে। 

বৃষ্টির জেরে ম্যাচ বন্ধ

বৃষ্টিতে বন্ধ ম্যাচ। কভার দিয়ে ঢাকা হল গোটা মাঠ।

৯ উইকেট হারাল ভারতীয় দল

চার উইকেট আসালাঙ্কার। ৫ উইকেট ওয়েল্লালাগের। স্পিনারদের দাপটে চালকের আসনে শ্রীলঙ্কা। ৪৫ ওভারে ৯ উইকেটে ১৯১ রান ভারতের। 

৫ উইকেট ওয়েল্লালাগের 

১৭২ রানে ৬ উইকেট হারাল ভারত। ৫ উইকেট ওয়েল্লালাগের। এবার আউট হলেন হার্দিক। ১০ ওভারে ৪০ রানে ৫ উইকেট নিলেন এই স্পিনার।

আউট ইশানও

বড় রান করতে পারলে না ইশানও। বড় শট খেলতে গিয়ে আউট উইকেটকিপার ব্যাটার। এবার উইকেট নিলেন আসালাঙ্কা।

আউট রাহুল

উইকেট নিলেন সেই ওয়েল্লালাগে, এবার আউট হলেন রাহুল। ওয়েল্লালাগের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৪ উইকেটে ১৫৪ ভারতের।

২৯ ওভার শেষ

ম্যাচে ফেরাচ্ছেন ভারতের দুই ব্যাটার। ১৫০ পেরল ভারত।

১০০ পেরল ভারত

১৮তম ওভারে ১০০ পেরিয়ে গ্রল ভারতীয় দল। ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে ভারতীয় দল।

আউট বিরাটও

ওয়েল্লালাগের দাপটে সমস্যায় টিম ইন্ডিয়ায়। পরপর দুই উইকেট হারাল ভারত। এবার আউট বিরাট। ৩ রান করে ফিরলেন তিনি।

হাফ সেঞ্চুরি রোহিতের

হাফ সেঞ্চুরি করে ফেললেন ভারতের ক্যাপ্টেন। পাকিস্তানের পর, শ্রীলঙ্কার বিরুদ্ধেও দারুণ ছন্দে রোহিত।

আউট হলেন গিল

উইকেট হারাল ভারত। শুভমন গিল আউট হলেন ১৯ রান করে। ৮০ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল

৫০ পেরল ভারত

৯ ওভারে ৫০ পেরিয়ে গেল ভারতীয় দল। এখনও উইকেট হারাননি রোহিতরা। 

১০,০০০ রান রোহিতের

দারুণ ছক্কা মেরে ODI-তে ১০,০০০ রান করে ফেললেন রোহিত শর্মা। দারুণ ছন্দে ভারতের ক্যাপ্টেন। 

৫ ওভার শেষ

৫ ওভার শেষে ভারতীয় দলের রান বিনা উইকেটে ২৫। দারুণ ছন্দে রয়েছেন গিল ও রোহিত। দুই ওপেনার কি পারবেন পাকিস্তানের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধেও বড় রানের জুটি গড়ে তুলতে?

দলে এলেন অক্ষর

দলে একটাই পরিবর্তন। শার্দূল ঠাকুরের জায়গায় দলে অক্ষর।

 ভারতের প্লেয়িং ইলেভেন

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

টসে জিতল ভারতীয় দল

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল

পরিসংখ্যানে কারা এগিয়ে?

ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মোট ১৬৫ টি একদিনের আন্তর্জাতিক খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৯৬টি, আর শ্রীলঙ্কা জিতেছে ৫৭টিতে। ১১টি ম্যাচে কোনো ফল হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছে। এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুই দলের মধ্যে প্রায় সমান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এশিয়া কাপের ওডিআই ফরম্যাটে দুটি দলের মধ্যে ১৯টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ভারত ৯টি ম্যাচ জিতেছে, আর শ্রীলঙ্কা ১০টি ম্যাচ জিতেছে।

Advertisement