Asia Cup IND vs PAK: 'ময়দানেও জিতল অপারেশন সিঁদুর', টিম ইন্ডিয়ার জয়ে অভিনন্দন PM মোদীর

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে সেরার শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট টিম। ভারতের এই জয়ের পর সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্ছ্বাস। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাচ্ছেন দেশবাসী। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান।

Advertisement
'ময়দানেও জিতল অপারেশন সিঁদুর', টিম ইন্ডিয়ার জয়ে অভিনন্দন PM মোদীরটিম ইন্ডিয়ার জয়ে অভিনন্দন PM মোদীর

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে সেরার শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট টিম। ভারতের এই জয়ের পর সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্ছ্বাস। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাচ্ছেন দেশবাসী। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান।

টিম ইন্ডিয়ার জয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনস্টাগ্রামে লিখেছেন, 'এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন।' দল টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি, তাদের আধিপত্য বজায় রেখেছে। টিম ইন্ডিয়া ভবিষ্যতেও এভাবেই উজ্জ্বল থাকুক।

"ময়দানেও অপারেশন সিঁদুর"
টিম ইন্ডিয়াকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, "মাঠে অপারেশন সিঁদুর... ফলাফল একই: ভারত জিতেছে! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।"

প্রধানমন্ত্রী ছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, পীযূষ গোয়েল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, বিজেপি নেতা অমিত মালব্য সহ অনেক রাজনৈতিক নেতা টিম ইন্ডিয়াকে এই জয়ের জন্য অভিনন্দন জানান।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে X-এ লেখেন, "পাকিস্তান হারতে বাধ্য ছিল এবং ভারত সবসময়ই চ্যাম্পিয়ন হবে। টিম ইন্ডিয়াকে জয়ের জন্য অভিনন্দন।"

কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা পীযূষ গোয়েল লেখেন, এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি X-এ লেখেন, "ভারতের বিজয় তিলক"। আজ, ভারতীয় ক্রিকেট দল কেবল এশিয়া কাপের ফাইনালই জেতেনি, বরং প্রতিটি ভারতীয়ের হৃদয়ও জয় করেছে। তিলক ভার্মা এবং কুলদীপ যাদবের চিত্তাকর্ষক পারফরম্যান্স এই জয়কে ঐতিহাসিক করে তুলেছে।

ভারতের কাছে নবম বার এল এশিয়া কাপ
টিম ইন্ডিয়া এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮, ২০২৩ এবং এখন ২০২৫ সালে নবমবারের মতো শিরোপা জিতেছে।

এদিন ম্যাচের পর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেও হাতে ট্রফি পায়নি ভারতীয় দল। অভিযোগ, ট্রফি এবং ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে নিজের হোটেল চলে যান পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। এমন ঘটনা আগে কোনওদিন দেখেননি বলে জানান অধিনায়ক সূর্যকুমার যাদব।  এশিয়া কাপে নিজের ম্যাচ ফি-র পুরোটাই ভারতীয় সেনাকে দান করতে চলেছেন ভারতীয় অধিনায়ক। 

Advertisement

POST A COMMENT
Advertisement