Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারত, শেষ চারে হরমনপ্রীতদের সামনে কারা?

চিনের হুলুনবুইরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy) হকির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানকে (Pakistan Hockey Team) ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (India)। ১ গোলে পিছিয়ে থাকলেও, পেনাল্টি কর্নার থেকে ২ গোল তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে ভারত। ভারতের দুটি গোলই হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh)। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। সোমবার সেমিফাইনালের লড়াইয়ে নামবে ভারতের হকি দল (Indian Hockey Team)। 

Advertisement
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারত, শেষ চারে হরমনপ্রীতদের সামনে কারা?ভারত পুরুষ হকি দল

চিনের হুলুনবুইরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy) হকির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানকে (Pakistan Hockey Team) ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (India)। ১ গোলে পিছিয়ে থাকলেও, পেনাল্টি কর্নার থেকে ২ গোল তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে ভারত। ভারতের দুটি গোলই হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh)। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। সোমবার সেমিফাইনালের লড়াইয়ে নামবে ভারতের হকি দল (Indian Hockey Team)। 

কাদের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ভারত?
ভারতীয় দল সেমিফাইনালে খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। পাকিস্তান খেলবে চিনের বিরুদ্ধে। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। ফলে ফাইনালে ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। পাঁচ গোল করে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হরমনপ্রীত। কোরিয়ার ইয়াং জি-হুন ৭ গোল করে এক নম্বরে। 

দারুণ কামব্যাক করে ভারত
শনিবার ম্যাচের শুরুতে পাকিস্তানের আহমাদ নাদিমের গোলে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। ১৩ মিনিটে সেই গোল শোধ করেন হরমনপ্রীত। জার্মানপ্রীত সিং গোলে শট নিয়েছিলেন। পাক গোলকিপারের প্যাডে লেগে বল ছিটকে যায়। পেনাল্টি কর্নার পায় ভারত। এই পেনাল্টি কর্নার থেকেই ১-১। মিনিট ছয়েক পরে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। আবারও হরমনপ্রীতের গোলে ২-১। বাকি সময়ে দুই টিমই চেষ্টা করলেও আর গোলের দরজা খোলেনি। নার্ভ ধরে রেখে স্কোর ২-১ রেখে দেয় ভারত।

শীর্ষে থেকেই শেষ চারে ভারত
গ্রুপ পর্যায়ে ভারত জিতল সব ম্যাচেই। শীর্ষ স্থানে পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। গোলপার্থক্য ১৭। দু’নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট আট। পাঁচ ম্যাচ খেলে পাকিস্তানের প্রথম হার ভারতের বিরুদ্ধেই। দুটি ম্যাচে জিতেছে তারা, বাকি দুটি ড্র। তিন নম্বরে কোরিয়ার পয়েন্ট ছয়। মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পরে এটাই প্রথম টুর্নামেন্ট ভারতের। সেখানে হরমনপ্রীতদের পারফরম্যান্সে খুশির হাওয়া ভারতীয় হকি মহলে। খুশি ভক্তরাও।  

 

Advertisement

POST A COMMENT
Advertisement