scorecardresearch
 

Asian Games 2023: এশিয়ান গেমসে বিরাট বিতর্ক, লাল কার্ড দেখেও রেসে নামলেন চিনা অ্যাথলিট

এশিয়ান গেমসে বিরাট বিতর্কের মুখে আয়োজক চিন। রবিবার ট্র্যাক এন্ড ফিল্ডের ইভেন্টে বড় নাটক। ১৫ মিনিট পরে শুরু হল ১০০ মিটার হার্ডলস। এতেই শেষ নয়, প্রতিবাদের জেরে নামতে দেওয়া হল না দুই অ্যাথলিটকে। রেস শেষ হওয়ার পরও অনেকক্ষণ জানা গেল না, কে জিতেছেন রুপো ও ব্রোঞ্জ পদক।

Advertisement
জ্যোতি ও ইয়ানি য়ু জ্যোতি ও ইয়ানি য়ু

এশিয়ান গেমসে বিরাট বিতর্কের মুখে আয়োজক চিন। রবিবার ট্র্যাক এন্ড ফিল্ডের ইভেন্টে বড় নাটক। ১৫ মিনিট পরে শুরু হল ১০০ মিটার হার্ডলস। এতেই শেষ নয়, প্রতিবাদের জেরে নামতে দেওয়া হল না দুই অ্যাথলিটকে। রেস শেষ হওয়ার পরও অনেকক্ষণ জানা গেল না, কে জিতেছেন রুপো ও ব্রোঞ্জ পদক।

কী ঘটেছিল?

১০০ মিটার হার্ডেলসের ঠিক শুরুতেই চিনের ইয়ানি য়ু ফলস স্টার্ট করেন। নিয়ম হল, ইচ্ছাকৃত ফলস স্টার্ট করলে সেই অ্যাথলিটকে আর রেসে নামতে দেওয়া হয় না। এশিয়ান গেমসেও তাই হল প্রথমে। ইয়ানিকে লাল কার্ড দেখিয়ে নামতে বারণ করে দেওয়া হয়। মজার কথা হল, ইয়ানি ছিলেন চার নম্বর লেনে। তাঁর সঙ্গে ফলস স্টার্টের জন্য অভিযুক্ত করা হয় ভারতের জ্যোতি ইয়ারাজ্জি। রিপ্লেতে দেখা গিয়েছে, ইয়ানি ফলস স্টার্ট করেছেন। কিন্তু জ্যোতি রেসপন্স করেছেন অনেক পরে। দায় কী করে জ্যোতির উপর চাপানো হল, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ৫ নং লেনে থাকা জ্যোতি প্রতিবাদ করেন। রিপ্লে দেখে পরিষ্কার বলেন, যদি তাঁর দোষ থেকে থাকে, তা হলে ৩ নম্বর লেনে থাকা জাপানের স্প্রিন্টার মাসুকি আয়ুকিকেও নামতে দেওয়া উচিত নয়।

প্রতিবাদ জানাতে থাকেন জ্যোতি। শেষ পর্যন্ত তাঁকে নামতে দেওয়া হলেও, দেখা যায়, জ্যোতির পাশাপাশি লাল কার্ড দেখা ইয়ানিকেও নামতে অনুমতি দিয়ে দেন অফিসিয়ালরা। বলা হয়, প্রতিযোগিতা শেষ হওয়ার পর গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে। রেস শেষ হওয়ার পর যদি ফলস স্টার্টের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়, তা হলে তাঁদের পদক কেড়ে নেওয়া হবে। অফিসিয়ালদের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলে। তা হলে কি চিনা অ্যাথলিট ইয়ানিকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই নিয়মে বদল করা হল?

দৌড় শেষ হওয়ার পর টিভি দেখে ফলস স্টার্টের জন্য় ইয়ানির রুপো কেড়ে নেওয়া হয়। তাও প্রশ্ন থেকে যাচ্ছে, লাল কার্ড দেখার পর ইয়ানি রেসে নামলেন কীভাবে? 

Advertisement