scorecardresearch
 

Asian Games Cricket Final: এশিয়ান গেমসের সেমিতে হার পাকিস্তানের, ফাইনালে ভারতের বিপক্ষে কে?

Asian Games Cricket Final: ভারত সাত সকালেই একপেশে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল। অন্য সেমিতে আফগানিস্তান মাটি ধরিয়ে হারাল পাকিস্তানকে। পুরো ২০ ওভার-ও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। আফগানিস্তান মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই রান চেজ করতে নেমে আফগানিস্তান জিতল হাতে চার উইকেট, ১৩ বল বাকি থাকতে।

Advertisement
এশিয়ান গেমসের সেমিতে হার পাকিস্তানের, ফাইনালে ভারতের বিপক্ষে কে? এশিয়ান গেমসের সেমিতে হার পাকিস্তানের, ফাইনালে ভারতের বিপক্ষে কে?
হাইলাইটস
  • এশিয়ান গেমসের সেমিতে
  • বড় পরাজয় পাকিস্তানের
  • ফাইনালে ভারতের বিপক্ষে কে?

Asian Games 2023 Afghanistan Vs Paksitan: এশিয়ান গেমসে ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি আফগানিস্তান। প্রথম সেমিতে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। ফলে দুই সবুজ জার্সির দেশকে হারিয়ে ফাইনালে নীল জার্সিরা। তবে যাঁরা অপেক্ষায় ছিলেন ভারতের মুখোমুখি হবে পাকিস্তান, তাঁদের ইচ্ছেয় জল ঢেলে দিয়েছেন আফগানরা।

ভারত সাত সকালেই একপেশে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল। অন্য সেমিতে আফগানিস্তান মাটি ধরিয়ে হারাল পাকিস্তানকে। পুরো ২০ ওভার-ও ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। আফগানিস্তান মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই রান চেজ করতে নেমে আফগানিস্তান জিতল হাতে চার উইকেট, ১৩ বল বাকি থাকতে। ফাইনালে সোনা জয়ের মঞ্চে আফগানরা এবার খেলবে টি২০-র এক নম্বর দল ভারতের বিপক্ষে। তৃতীয় স্থান অর্থাৎ ব্রোঞ্জ জেতার লড়াইয়ে নামবে পাকিস্তান এবং বাংলাদেশ।

 
 
 
 

১১৬ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে পাকিস্তান দলকে জয়ের আশা জাগিয়েছিলেন। আফগানিস্তান ব্যাটিংও ছোটখাটো বিপর্যয়ে পড়ে। শুরুতেই টপ অর্ডার ধসে যায় আফগানদের। প্রথম চার ওভারের মধ্যেই ৩৫/৩ হয়ে যায়। প্রাথমিক বিপর্যয় সামলে আফগানিস্তানকে জয়ের রাস্তায় টেনে নিয়ে যায় নূর (৩৩ বলে ৩৯) এবং আফসার জুটি। এরপরেও ফের পাকিস্তান ম্যাচে ফেরে একই ওভারে নূর এবং আফসারকে আউট করে। ৭১/৫ হয়ে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাপ্টেন গুলাবদিন নাইবের ১৯ বলে ২৬ রানের ইনিংস আফগানিস্তানকে জিতিয়ে দেয়।

তার আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর করে যান ওপেনার উমর ইউসুফ (২৪)। বাকিরা কেউই ১৫-র গন্ডি পেরোতে পারেননি। আফগান বোলারদের হয়ে ফরিদ আহমেদ ৩ উইকেট নেন। কোয়েস আহমেদ, জাহির খান দুটো করে উইকেট নেন।

অন্যদিকে এশিয়ান গেমসে হকিতে চতুর্থবারের মতো সোনা জিতেল ভারত। জাপানকে ৫-১ গোলে হারিয়ে সরাসরি জায়গা করে নিয়ে্ছে এর আগে ১৯৬৬,১৯৯৮ এবং ২০১৪ সালে স্বর্ণপদক জিতেছিল। ভারতীয় হকি দল ৯টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ জিতেছে। চলতি এশিয়ান গেমসে একটি ম্যাচও হারেনি ভারত। সেমিফাইনাল ম্যাচে ভারত দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। পুল পর্বে ভারত ৪-২ গোলে জাপানকে হারিয়েছিল। দুই দল ২০১৩ সাল থেকে ২৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে, এর মধ্যে ভারত ২৩টি ম্যাচ জিতেছে। জাপান তিনটি ম্যাচ জিতেছে। দুটি ম্যাচ ড্র হয়েছে। ফলে খেলার শুরু থেকে অ্যাডভান্টেজ ছিল টিম ইন্ডিয়া। 

Advertisement

Advertisement