অবশেষে অনুমতি পাওয়া গেল। ফিফার নির্বাসন থাকলেও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবার এএফসি কাপে (AFC) যাতে খেলতে পারে তার জন্য আবেদন জানাল ভারতের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। এখন দেখার কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের আবেদনে ফিফা (FIFA) সাড়া দেয় কি না। এই আবেদন গৃহীত হলে শুধু এটিকে মোহনবাগান নয়, গোকুলাম কেরল এফসি-র মেয়েরাও খেলতে পারবেন এএফসি কাপে। নিয়ম অনুযায়ী ফিফার নির্বাসন থাকলে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না সংশ্লিষ্ট দেশের কোনও দল। তবে এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আবেদন করল ফিফার কাছে।
৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। ফিফার নির্বাসন বহাল থাকলে এই ম্যাচে খেলতে পারবে না সবুজ-মেরুন ক্লাব। এমন পরিস্থিতিতে এটিকে মোহনবাগান ও গোকুলামের পাশে দাঁড়ায় কেন্দ্রীয় সরকার। তারা ফিফার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দ্রুত নির্বাচন করে নতুন কমিটি গড়ে ফেলতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও। যাতে এই নির্বাসনের ফলে ভারতীয় ফুটবলের ক্ষতি এড়ান যায়।
আরও পড়ুন: এক মরশুমে একাধিক ক্যাপ্টেন, মোহন-কোচের কী ভাবনা?
এটিকে মোহনবাগানের ম্যাচের আগে বেশ কিছুদিন সময় হাতে থাকলেও এএফসি কাপের ম্যাচ খেলতে ইতিমধ্যেই রওনা হয়েছে গোকুলামের মেয়েরা। ফিফা ভারতীয় ফুটবলকে নির্বাসিত করার আগেই তারা উজবেকিস্তানে চলে গিয়েছে। ২৩ ও ২৬ আগস্ট তাদের দুটি ম্যাচ খেলার কথা। কিন্তু ভারতীয় ফুটবল ব্যান হওয়ায় আটকে পড়ে তারা। গোকুলাম দলের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার। দলের ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ রাখছে ভারত সরকার।
আগামী কাল মরশুমের প্রথম ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান
ডুরান্ড কাপে আগামীকাল খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড। এই মরশুমে জনি কাউকো (Joni Kauko),শুভাশিস বসু, প্রীতম কোটালদের সঙ্গে সবুজ-মেরুনের নেতৃত্বের দায়িত্ব থাকবে ফ্লোরেন্তিন পোগবার হাতেও। জন্মদিনের সকালে পোগবার হাতে বিশেষ দায়িত্ব দিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। ফ্লোরেন্তিন যে অল্প দিনেই দলের আস্থা অর্জন করেছেন তা ধরে নেওয়াই যায়। শনিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। তার আগে দলের ২৭ জনকে বেছে নেওয়া হয়। মরশুমের প্রথম ম্যাচ। তার উপর প্রতিপক্ষ সেভাবে চেনা নয়। তাই ম্যাচে নামার আগে বাড়তি সতর্কতা সবুজ মেরুনে।