মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই ম্যাচ জিতে প্লে অফে নিজেদের জায়গা পাকা করতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ও ডিফেন্ডার ব্রেন্ডন হামিল (Brendan Hamill)। সেই সময়ই, স্ট্রাইকার সমস্যা নিয়ে মুখ খোলেন এটিকে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার।
প্রথম দিকে দলের হয়ে ভাল পারফর্ম করতে না পারলেও এখন দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ব্রেন্ডন হামিল। দল ভাল খেলেও গোল করতে পারছে না। ফলে বিরক্ত ব্রেন্ডন। স্ট্রাইকারদের ব্যর্থতা দলকে ডুবিয়ে দিচ্ছে বলে মনে করেন হামিল। তিনি বলেন, 'ইন্ডিয়ান সুপার লিগে আমাদের দল সেরা। যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারে আমাদের দলের ফুটবলাররা। আমাদের ডিফেন্সও বেশ শক্তিশালী। তবে আক্রমণ ভাগ দুর্বল। সেই জন্যই প্রতি ম্যাচে গোল করার সুযোগ তৈরি করলেও, তা হাতছাড়া হচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।'
স্ট্রাইকার সমস্যার জেরেই লিগ শিল্ড জেতার লক্ষ্যপূরণ করতে পারেনি এটিকে মোহনবাগান। বেশ কিছু ম্যাচ হারতেও হয়েছে তাদের। আর সেটাই আরও একবার জানিয়ে দিলেন ব্রেন্ডন হামিল। যে সহজ সত্যি কথাটা জুয়ান ফেরান্দো বুঝতে পারছেন না, ঠিক সেই কথাটাই কোচকে পাসে বসিয়ে সংবাদমাধ্যমের সামনে বলে গেলেন তারকা ডিফেন্ডার। সুযোগ থাকলেও কোনও বিদেশি স্ট্রাইকারকে দলে নেননি জুয়ান। স্বদেশী স্ট্রাইকাররা দলে থাকলেও গোল আসছে না।
১৭ ম্যাচ শেষে হায়দরাবাদ এফসি-র পয়েন্ট ৩৬। ১৭ ম্যাচে তারা জিতেছে ১১টি ম্যাচ। ড্র করেছে তিনটি ম্যাচ। হেরে গিয়েছে তিনটি। চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। ১৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২৮। আটটা জয়, চারটে ড্র আর পাঁচটা হার। এরপর শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। পরের শনিবার আবার ডার্বি ম্যাচ। ফলে এই ম্যাচে জয় চাইছে এটিকে মোহনবাগান।