Emami East Bengal vs ATK Mohun Bagan: ডুরান্ডে মোহনবাগান VS ইস্টবেঙ্গল, অফলাইন টিকিট বিক্রি ২২ থেকে, কোথায় মিলবে?

ইস্টবেঙ্গল, মোহনবাগান মাঠ ছাড়াও ম্যাচের আগের দিন বক্স অফিস অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে টিকিট। ২২ আগস্ট থেকে কলকাতার তিন জায়গায় টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। কলকাতা ময়দানে ফের ফিরছে ডার্বি। সেই উন্মাদনা দেখা যাবে ডার্বি শুরুর ছয়দিন আগেই। টিকিট নিয়ে ইতিমধ্যেই কাড়াকাড়ি পড়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। 

Advertisement
ডুরান্ডে মোহনবাগান VS ইস্টবেঙ্গল, অফলাইন টিকিট বিক্রি ২২ থেকে, কোথায় মিলবে?প্রস্তুতি সারছে দুই দল
হাইলাইটস
  • ডুরান্ডের ডার্বির টিকিট বিক্রি শুরু ২২ আগস্ট
  • অফ লাইনে পাওয়া যাবে টিকিট

২৮ আগস্ট ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি। অনলাইনে ১০,০০০ টিকিট দিয়েছিল ডুরান্ড আয়োজকরা। মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট। আড়াই বছর পর কলকাতায় ডার্বি। ঢুকতে পারবেন দর্শকরাও। এমন অবস্থায় ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ফলে এই ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। কোথায়, কীভাবে মিলবে টিকিট তা নিয়ে ধন্দে দুই দলের সমর্থকরা। শুক্রবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, ২২ আগস্ট থেকে দেওয়া হবে মরশুমের প্রথম ডার্বির টিকিট। 

কোথায় পাওয়া যাবে টিকিট?

ইস্টবেঙ্গল, মোহনবাগান মাঠ ছাড়াও ম্যাচের আগের দিন বক্স অফিস অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে টিকিট। ২২ আগস্ট থেকে কলকাতার তিন জায়গায় টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। কলকাতা ময়দানে ফের ফিরছে ডার্বি। সেই উন্মাদনা দেখা যাবে ডার্বি শুরুর ছয়দিন আগেই। টিকিট নিয়ে ইতিমধ্যেই কাড়াকাড়ি পড়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। 

আরও পড়ুন: ভারতীয় দলের ক্যাপ্টেন ফের সৌরভ? ইডেনে বড় ম্যাচ সেপ্টেম্বরে

ডার্বি ম্যাচ
ডার্বি ম্যাচ

উদ্বোধনে আসবেন মমতা ফাইনালে আসতে পারেন রাষ্ট্রপতি

১৬ আগস্ট শুরু হচ্ছে ডুরান্ড কাপ। সেদিন যুবভারতীতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যুবভারতীতে সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। এবারের ডুরান্ড কাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে। ১১টি ইন্ডিয়ান সুপার লিগের দলের পাশাপাশি চারটি আই লিগের দল ও ৫টি সেনা দল খেলবে এবারের ডুরান্ড কাপে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ও এফসি গোয়া। সন্ধ্যা সাতটায় শুরু হবে সেই ম্যাচ।

আরও পড়ুন: ভারতীয় দলের ক্যাপ্টেন ফের সৌরভ? ইডেনে বড় ম্যাচ সেপ্টেম্বরে

প্রস্তুতি ম্যাচ খেলছে দুই দল
ডুরান্ড কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের। ১৬ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি। অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে এটিকে মোহনবাগান। মহমেডান এফসি-র বিরুদ্ধে নৈহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। এরপর ১৪ আগস্ট নিজেদের মাঠে তারা খেলবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে।      

Advertisement

              

POST A COMMENT
Advertisement