ব্র্যান্ডন হামিলকে (Brendan Hamill) ছাড়াই সুপার কাপ (Super Cup 2023) খেলতে কেরল উড়ে যাচ্ছে মোহনবাগান (Mohun Bagan)। তাঁর জায়গায় দলে থাকছেন চোট সারিয়ে ফেরত আসা তিরি (Tiri)। এমনটাই জানিয়ে দেওয়া হল এটিকে মোহনবাগানের পক্ষ থেকে। সোমবার গোকুলাম কেরল এফসির (Gokulam Kerala FC) বিরুদ্ধে সুপার কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। রবিবার সকালে ঘরের মাঠে অনুশীলন করে দুপুরের বিমানে কোঝিকোড় উড়ে যাবে মোহনবাগান। দলে চোট আঘাতের সমস্যা থাকলেও, ব্র্যান্ডন হামিল ছাড়া প্রায় সব ফুটবলারই যাচ্ছেন সুপার কাপ খেলতে।
এখনই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর। তাই এখন মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক গোকুলাম ম্যাচ নিয়েই চিন্তা ভাবনা করছেন। কেরল রওনা হওয়ার আগে এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফেরান্দো বলেন, "গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছি। কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণের ধারা অনেকটাই বদলে গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে ওরা। বিশেষ করে ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভালো খেলছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আমিও তাই মনে করি। ফলে আমাদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামতে হবে। জিতে শুরু করতে চাই। সেটাই আমার কাছে এখন লক্ষ্য। গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধাটা পাবে। তাতে অবশ্য আমি চিন্তিত নই। নিজেদের রণনীতি অনুযায়ী খেলাটা খেলতে হবে।"
আরও পড়ুন: ট্রান্সফার মার্কেটে ঝড় তুলছে ইস্টবেঙ্গল, ফিরছেন তারকা ফুটবলার?
এটিকে মোহনবাগানের গ্রুপে গোকুলাম কেরালা ছাড়া আছে, এফসি গোয়া ও জামশেদপুর এফসি।এই নিয়ে ফেরান্দো বলেন, "গ্রুপ লিগে আমাদের গোকুলাম ছাড়া পরের দুটো দলই আইএসএলের। জামশেদপুর এবং এফসি গোয়া সম্পর্কে সবারই ধারণা আছে। ওরা যে কোনও অঘটন ঘটাতে পারে। ফলে আমাদের গ্রুপ যথেষ্ট কঠিন। সব ম্যাচই ফাইনাল ধরে এগোতে হবে। কারণ প্রত্যেক গ্রুপ থেকে একটা মাত্র দল সেমিফাইনাল যাবে। আমাদের প্রথম লক্ষ্য গোকুলামকে হারানো। পরের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আইএসএলের দুটো দলকে আমি চিনি। ওরাও আমাদের চেনে। সেজন্যই ম্যাচ ধরে ধরে অঙ্ক করে এগোতে হবে।"
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের পয়েন্ট কাড়ল মোহনবাগান, ছোটদের ডার্বি ড্র
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর, ছুটি কাটিয়ে সপ্তাহখানেক ধরে অনুশীলন করেছে এটিকে মোহনবাগান। তবে সেই অনুশীলনে বেশ কিছু ফুটবলারের চোট-আঘাতের সমস্যা দেখা গিয়েছে। এই নিয়ে বাগান কোচ বলেন,"দলে চোট-আঘাতের সমস্যা আছে। আশিক কুরুনিয়ান, মনবীর সিং-রা এখনও পুরো চোট মুক্ত নয়। তবে সবাই দলের সঙ্গে অনুশীলন করেছে।"
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ, বাড়তি তাগিদ কি রয়েছে মোহনবাগানের? এই নিয়ে ফেরান্দো বলেন, "আইএসএল জিতেছি মানে সুপার কাপে সুবিধা পাব এটা মনে করি না। ওটা এখন অতীত। এটা নতুন প্রতিযোগিতা। নতুন ফর্ম্যাটে খেলা হবে। তবে এটা বলতে পারি, আইএসএল জেতার কারণেই হয়ত ড্রেসিংরুমের মানসিকতা অনেক বেশি পজিটিভ। আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট নই। সবাই চাইছে সুপার কাপেও আইএসএলের মতই আত্মবিশ্বাস নিয়ে এগোতে। তবে মনে রাখতে হবে এটা লিগ নয়। পরের পর্বে শোধরানোর সুযোগ নেই।"