ATK Mohun Bagan vs Emami East Bengal: ডুরান্ডে টিকে থাকতে হলে ডার্বি ম্যাচে জিততেই হবে। একই পরিস্থিতি দুই দলের সামনে। তবে এটিকে মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে থেকেই শুরু করতে চলেছে।
প্রথম ম্যাচ জিতল এটিকে মোহনবাগান। ১-০ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গলকে।
১-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান।
নিশ্চিত গোল বাঁচালেন ইমামি ইস্টবেঙ্গল গোলরক্ষক।
ফের হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের আরও এক ফুটবলার। এবার আশিস রাই।
নিজেদের গোলে বল ঢুকিয়ে দিলেন সুমিত পাসি। এটিকে মোহনবাগান এগিয়ে গেল ১-০ গোলে।
দুটো হলুদ কার্ড দেখে ফেললেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। হুগোর পর এবার কার্লকেও সতর্ক করলেন রেফারি। মেজাজ হারাচ্ছেন সবুজ-মেরুন ফুটবলাররা।
অফসাইড নিয়ে তর্ক করায় হলুদ কার্ড দেখতে হল এটিকে মোহনবাগানের হুগো বুমোসকে।
আবারও সুযোগ নষ্ট করল এটিকে মোহনবাগান। কর্নার থেকে হেড করতে ব্যর্থ কাউকো।
প্রথম আক্রমণ ইমামি ইস্টবেঙ্গলের ইভানের শট বাইরে। এখনও গোল করতে পারেনি কোনও দল
এখনও ম্যাচে গোল হয়নি। সুযোগ খুঁজছে দুই দল।
মাঠের মধ্যেই মেজাজ হারাচ্ছেন কার্ল ম্যাকহিউ। গোলের দেখা নেই এটিকে মোহনবাগানের।
বাইরে মারলেন লিস্টন কোলাসো। মাঝেমধ্যে ভুল করে ফেলছে ইমামি ইস্টবেঙ্গল।
আক্রমণ করতে গিয়ে কিছুটা চোট পেয়েছেন এটিকে মোহনবাগানের আশিস। তবে সুস্থ হয়ে মাঠে ফিরলেন তিনি।
আঙ্গুসানাকে আড়াল করে গোলে শট আশিক ক্রুনিয়ানের। বল বাইরে।
খেলার ফল ০-০, মোহনবাগানের আক্রমণ রুখে দিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল।
এলোমেলো ফুটবল খেলছে দুই দলই।
আক্রমণ করছে এটিকে মোহনবাগান।
আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনাগান ডার্বি।
ইমামি ইস্টবেঙ্গলের মতোই ওয়ার্ম আপ করতে নেমে পড়ল এটিকে মোহনবাগান।
যুবভারতীতে ওয়ার্ম আপ শুরু করে দিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)।