Advertisement

ATK Mohun Bagan vs Emami East Bengal Live: ১-০ গোলে ইমামি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান

Aajtak Bangla | কলকাতা | 28 Aug 2022, 7:55 PM IST

আড়াই বছর পর কলকাতায় মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল। এই ম্যাচ ঘিরে সমর্থকদের উদ্দিপনা চোখে পড়ার মত। গত কয়েকদিন ধরেই টিকিটের হাহাকার শহর জুড়ে। ডুরান্ড কাপে এখনও দুটি করে ম্যাচ খেলেছে দুই দল। তবুও জয় পায়নি কেউই।

এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গলএটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল

ATK Mohun Bagan vs Emami East Bengal: ডুরান্ডে টিকে থাকতে হলে ডার্বি ম্যাচে জিততেই হবে। একই পরিস্থিতি দুই দলের সামনে। তবে এটিকে মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে থেকেই শুরু করতে চলেছে। 

7:56 PM(3 years ago)

শেষ কলকাতা ডার্বি

Posted by :- Jagrick Dey

প্রথম ম্যাচ জিতল এটিকে মোহনবাগান। ১-০ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গলকে। 

7:38 PM(3 years ago)

৭৫ মিনিট শেষ

Posted by :- Jagrick Dey

১-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান। 

7:14 PM(3 years ago)

অসাধারণ সেভ কমলজিতের

Posted by :- Jagrick Dey

নিশ্চিত গোল বাঁচালেন ইমামি ইস্টবেঙ্গল গোলরক্ষক। 

7:08 PM(3 years ago)

হলুদ কার্ড আশিস রাইকে

Posted by :- Jagrick Dey

ফের হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের আরও এক ফুটবলার। এবার আশিস রাই। 

Advertisement
6:52 PM(3 years ago)

গোল খেল ইমামি ইস্টবেঙ্গল

Posted by :- Jagrick Dey

নিজেদের গোলে বল ঢুকিয়ে দিলেন সুমিত পাসি। এটিকে মোহনবাগান এগিয়ে গেল ১-০ গোলে। 

 

6:48 PM(3 years ago)

হলুদ কার্ড কার্ল ম্যাকহিউকে

Posted by :- Jagrick Dey

দুটো হলুদ কার্ড দেখে ফেললেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। হুগোর পর এবার কার্লকেও সতর্ক করলেন রেফারি। মেজাজ হারাচ্ছেন সবুজ-মেরুন ফুটবলাররা। 

6:41 PM(3 years ago)

হলুদ কার্ড দেখলেন হুগো

Posted by :- Jagrick Dey

অফসাইড নিয়ে তর্ক করায় হলুদ কার্ড দেখতে হল এটিকে মোহনবাগানের হুগো বুমোসকে। 

6:39 PM(3 years ago)

ফের সুযোগ নষ্ট

Posted by :- Jagrick Dey

আবারও সুযোগ নষ্ট করল এটিকে মোহনবাগান। কর্নার থেকে হেড করতে ব্যর্থ কাউকো। 

6:36 PM(3 years ago)

ইভানের শট

Posted by :- Jagrick Dey

প্রথম আক্রমণ ইমামি ইস্টবেঙ্গলের ইভানের শট বাইরে। এখনও গোল করতে পারেনি কোনও দল

Advertisement
6:33 PM(3 years ago)

জলপানের বিরতি

Posted by :- Jagrick Dey

এখনও ম্যাচে গোল হয়নি। সুযোগ খুঁজছে দুই দল। 

6:31 PM(3 years ago)

মেজাজ হারাচ্ছেন এটিকে মোহনবাগান ফুটবলাররা

Posted by :- Jagrick Dey

মাঠের মধ্যেই মেজাজ হারাচ্ছেন কার্ল ম্যাকহিউ। গোলের দেখা নেই এটিকে মোহনবাগানের। 

6:28 PM(3 years ago)

লিস্টনের শট

Posted by :- Jagrick Dey

বাইরে মারলেন লিস্টন কোলাসো। মাঝেমধ্যে ভুল করে ফেলছে ইমামি ইস্টবেঙ্গল। 

6:24 PM(3 years ago)

চোট পেলেন আশিস রাই

Posted by :- Jagrick Dey

আক্রমণ করতে গিয়ে কিছুটা চোট পেয়েছেন এটিকে মোহনবাগানের আশিস। তবে সুস্থ হয়ে মাঠে ফিরলেন তিনি। 

6:17 PM(3 years ago)

প্রথম শট আশিকের

Posted by :- Jagrick Dey

আঙ্গুসানাকে আড়াল করে গোলে শট আশিক ক্রুনিয়ানের। বল বাইরে। 

Advertisement
6:17 PM(3 years ago)

১৫ মিনিট অতিক্রান্ত

Posted by :- Jagrick Dey

খেলার ফল ০-০, মোহনবাগানের আক্রমণ রুখে দিচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। 

6:08 PM(3 years ago)

মাঝমাঠে বল হারাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল

Posted by :- Jagrick Dey

এলোমেলো ফুটবল খেলছে দুই দলই।

6:02 PM(3 years ago)

শুরু হল ম্যাচ

Posted by :- Jagrick Dey

আক্রমণ করছে এটিকে মোহনবাগান। 

 

5:58 PM(3 years ago)

মাঠে নামল দুই দল

Posted by :- Jagrick Dey

আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনাগান ডার্বি। 

5:16 PM(3 years ago)

মাঠে নেমে পড়ল এটিকে মোহনবাগানও

Posted by :- Jagrick Dey

ইমামি ইস্টবেঙ্গলের মতোই ওয়ার্ম আপ করতে নেমে পড়ল এটিকে মোহনবাগান। 

 

Advertisement
5:14 PM(3 years ago)

ওয়ার্ম আপ করতে নেমে পড়ল ইমামি ইস্টবেঙ্গল

Posted by :- Jagrick Dey

যুবভারতীতে ওয়ার্ম আপ শুরু করে দিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। 

 

Load More
Advertisement