বৃহস্পতিবার আইএসএল-এ (ISL) সেমিফাইনালের প্রথম পর্বে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) সঙ্গে গোলশূন্য ড্র করে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। অ্যাওয়ে ম্যাচে গোল শূন্য ড্র করে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan)। আপাতদৃষ্টিতে ম্যাচ দেখে মনে হয়নি এই ম্যাচ জিততে এসেছে মোহনবাগান। তবে দলের এই পারফরম্যান্স খুশি নন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ম্যাচ শেষে জুয়ান পরিষ্কার জানিয়ে দেন, এই ফলে তিনি হতাশ।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ম্যাচের পর সবুজ-মেরুন কোচ বলেন," এই ফলে আমরা হতাশ। কারণ, ম্যাচটা আমরা জিততেই এসেছিলাম। তবে বেশ কঠিন ছিল। হায়দরাবাদ ভাল দল। এখন আমাদের পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। ওদের বিরুদ্ধে সুযোগ তৈরি করা, জায়গা তৈরি করা খুবই কঠিন। ওরা আসলে তিন বছর ধরে একই পরিকল্পনা নিয়ে খেলে আসছে। তাই এটাই স্বাভাবিক।"
হায়দরাবাদের বিরুদ্ধে গোল করতে না পারলেও ম্যাচের কয়েকবার গোলের সুযোগ পায় এটিকে মোহনবাগান। প্রীতম কোটাল (Pritam Kotal) ও মনবীর সিং (Manvir Singh) সহজ দুটি গোল করতে পারলে জয়ের হাসি মুখেই মাঠ ছাড়তে পারত তারা। সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ জুয়ান। এই নিয়ে তিনি বলেন," প্রথমার্ধে হায়দরাবাদ দুটো ভাল সুযোগ পেয়েছিল। সেখানে আমরা একটা সুযোগ পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে ওরা একটা ভাল সুযোগ পায়, আমরা দু-তিনটে সুযোগ পেয়েছিলাম। দুই দলই প্রায় একই রকম ভাল খেলে। আমরা হতাশ। দু-তিনটে ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলাম না।"
সোমবার ঘরের মাঠে আইএসএল-এর সেমিফাইনালের দ্বিতীয় পর্বের লড়াইয়ে নামবে বাগান ব্রিগেড। ফাইনালে যেতে হলে জিততেই হবে প্রীতমদের। তাই আপাতত সেই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন এটিকে মোহনবাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, "পরের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। ম্যাচ গোলশূন্য থাকলে তা অতিরিক্ত সময়ে গড়াবে। তাই আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে এবং জিততে হবে। দু’পক্ষই ফাইনালে উঠতে মরিয়া। আমাদের আক্রমণাত্মক ফুটবলই খেলতে হবে।"