scorecardresearch
 

Najmul Hossain Shanto: ঠিক যেন মেসি, পাকিস্তানকে হারিয়ে ট্রফি নিয়ে যা করলেন বাংলাদেশ ক্যাপ্টেন; দেখুন

২০২২ বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতার পর ট্রফি সঙ্গে নিয়ে ঘুমতে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর এবার পাকিস্তানের (Pakistan Cricket Team) মাটিতে বাবর আজমদের (Babar Azam) টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে একইভাবে সেলিব্রেশন করতে দেখা গেল বাংলাদেশ (Bangladesh Cricket Team) ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto)। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপ ট্রফি মাথায় রেখে ঘুমানোর ছবি নিজেই পোস্ট করে ক্যাপশনে শান্ত লিখেছেন, ‘শুভ সকাল’। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির এমন একটি ছবি ভাইরাল হয়েছিল।

Advertisement
lionel messi, Najmul Hossain Shanto lionel messi, Najmul Hossain Shanto

২০২২ বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতার পর ট্রফি সঙ্গে নিয়ে ঘুমতে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর এবার পাকিস্তানের (Pakistan Cricket Team) মাটিতে বাবর আজমদের (Babar Azam) টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে একইভাবে সেলিব্রেশন করতে দেখা গেল বাংলাদেশ (Bangladesh Cricket Team) ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto)। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপ ট্রফি মাথায় রেখে ঘুমানোর ছবি নিজেই পোস্ট করে ক্যাপশনে শান্ত লিখেছেন, ‘শুভ সকাল’। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির এমন একটি ছবি ভাইরাল হয়েছিল।

প্রথমবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ
প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। তবে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে এটিই প্রথম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে জিতলেও সেবার চুক্তি সংক্রান্ত ঝামেলায় খেলেননি শীর্ষ ক্রিকেটারদের কেউ। বাংলাদেশ সিরিজ জিতেছিল দ্বিতীয় সারির দলের বিপক্ষে। 

ভারতকে হুঙ্কার শান্তর
এবারের জয় তাই অনেক বেশি স্পেশাল, আরও বেশি স্মরণীয়। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে আগে কেবল একবারই দেশের মাঠে হোয়াইটওয়াশড হয়েছিল পাকিস্তান। ২০২২ সালে তারা তিন ম্যাচের সিরিজের সবকটি হেরেছিল ইংল্যান্ডের কাছে। এরপর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসবে ভারত। সেই সিরিজের আগে রোহিত শর্মাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন শান্ত। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারানোর পরে শান্ত জানান, 'আমাদের জন্য পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানোর ফলে, গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। মুশফিকুর এবং শাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার আমাদের দলে রয়েছে। ভারতের মাটিতে ওদের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। মেহেদি যেভাবে রান করার পাশাপাশি উইকেট নিচ্ছে, তা ওকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ভারতের বিরুদ্ধে এই খেলাটাই আমরা খেলতে চাই। আশা করছি যে, রোহিতদেরও হারাব।' 

আরও পড়ুন

Advertisement
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

কবে থেকে শুরু দুই টেস্ট?
১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর অবধি। ব্যাঙ্গালরের পি চিদমবরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর দ্বিতীয় টেস্ট হবে কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে।  

 

Advertisement