BPL: 'SORRY বলবা,' নাজমুলকে নয়া শর্ত, চূড়ান্ত নাটক বাংলাদেশে, BPL আদৌ হবে?

বাংলাদেশ ক্রিকেটাররা নয়া শর্ত দিলে নাজমুল ইসলামকে। নাটক অব্যাহত রয়েছে সে দেশে। কোন শর্তে BPL খেলার কথা জানিয়েছেন তাঁরা? আদৌ হবে BPL?

Advertisement
'SORRY বলবা,' নাজমুলকে নয়া শর্ত, চূড়ান্ত নাটক বাংলাদেশে, BPL আদৌ হবে?
হাইলাইটস
  • নাটক অব্যাহত রয়েছে বাংলাদেশ ক্রিকেটে
  • এবার নাজমুল ইসলামকে নয়া শর্ত
  • আদৌ কি বল গড়াবে BPL-এ?

বাংলাদেশ ক্রিকেটে একের পর এক টুইস্ট। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) বয়কটের বিষয়ে নতুন দাবি তুললেন সে দেশের ক্রিকেটাররা। BCB ডায়রেক্টর নাজমুল ইসলাম খেলোয়াড়দের বিরুদ্ধে করা অসম্মানজনক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলে তবেই ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার করবেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেটাররা একটি বিবৃতি জারি করে। পূর্বের চূড়ান্ত নাটকীয়তার কারণে BPL এবং ঢাকা ক্রিকেট লিগের ম্যাচ আগেই বাতিল হয়েছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করেছে। খেলোয়াড়ররা তাঁকে বোর্ড পরিচালকের পদ থেকেও অপসারণের দাবি জানিয়েছে। তাছাড়া খেলোয়াড়ররা দাবি করেছে, নাজমুল ইসলাম যেন প্রকাশ্যে ক্ষমা চান। 

ESPNCricinfo অনুসারে, এই বিষয়টি খেলোয়াড়দের এবং BCB  সভাপতি আমিনুল ইসলামের মধ্যে বিরোধের মূল কারণ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধন মহম্মদ মিঠুন খেলোয়াড়দের পক্ষে আলোচনার নেতৃত্বে রয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফোনালাপে আমিনুল ইসলাম (বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক) বলেন, 'নাজমুল ইসলাম কেবল একটি রুদ্ধদ্বার বৈঠকেই ক্ষমা চাইতে পারেন।' এতে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় ক্ষুব্ধ এবং হতাশ। 

এরপর ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যদি নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে খেলোয়াড়রা শুক্রবার থেকে BPL আবার খেলা শুরু করবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি নাজমুলকে বোর্ড পরিচালকের পদ থেকে অপসারণের প্রক্রিয়ায় সময় লাগে, তাহলেও খেলোয়াড়ররা তা মেনে নেবেন। 

নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য BCB-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। যেহেতু নাজমুল প্রকাশ্যে খেলোয়াড়দের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন তাই তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলেই মনে করছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই বিষয়টি সমাধানের দায়িত্ব এখন BCB-র উপর।

বৃহস্পতিবার রাতে BCB একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১৫ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলি ১৬ জানুয়ারি এবং ১৬ ও ১৭ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলি একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ১-এর সময়সূচি ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পুঃনির্ধারিত করা হয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement