রবিবার টি২০ ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। রহিম তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি বলেন যে তিনি খেলার অন্য দুটি ফর্ম্যাট (টেস্ট ও ওয়ান ডেতে) জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছেন।
বিবৃতিতে রহিম বলেছেন, "আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করতে চাই। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করতে চাই। সুযোগ এলে আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারি। দুটি ফরম্যাটে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত।"
আরও পড়ুন: আগামী মরশুমেও CSK-এর ক্যাপ্টেন ধোনিই? জবাব দিলেন দলের CEO
এশিয়া কাপে একটি ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ
এবারের এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। দলটি গ্রুপ পর্বে একটি ম্যাচেও জিততে পারেনি এবং বিদায় নিয়েছে। বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপের গত দুই আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। যেখানে ভারতীয় দলের কাছে পরাজিত হয়েছে তারা।
এবার এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এতে মুশফিকের পারফরম্যান্সও খুব ভাল ছিল না। দুই ম্যাচে তিনি মাত্র ৫ (১+৪) রান করেন। এর আগে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডেতেও ০ রানেই আউট হন তিনি।
আরও পড়ুন: এশিয়া কাপ দল থেকে ছিটকে গেলেন জাদেজা, দলে অক্ষর
১০২ টি-টোয়েন্টি ম্যাচে ১৫০০ রান করেছেন মুশফিক
মুশফিক তার কেরিয়ারে ৮২ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি টেস্টে ৫২৩৫ রান, ওয়ানডেতে ৬৭৬৪ এবং টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন। টেস্টে ৯টি ও ওয়ানডেতে ৮টি সেঞ্চুরি করেছেন এই বাংলাদেশি তারকা। টি-টোয়েন্টিতে ৬টি হাঁফ সেঞ্চুরি করেছেন রহিম।