Bangladesh Women's Team: জুনিয়রদের লাথি, সিনিয়রদের অকথ্য অপমান, বাংলাদেশে মহিলা ক্রিকেটারদের হাল

বাংলাদেশ ক্রিকেটে ফের বিতর্ক। ২ নভেম্বর যখন ভারতের মহিলা দল যখন বিশ্বকাপ ট্রফি তুলছে তখনই বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। নিগার সুলতানা জ্যোতি (Nigar Sultana) নাকি জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন। তবে পালটা দিয়েছেন নিগারও।

Advertisement
জুনিয়রদের লাথি, সিনিয়রদের অকথ্য অপমান, বাংলাদেশে মহিলা ক্রিকেটারদের হালবাংলাদেশের খেলোয়াড়

বাংলাদেশ ক্রিকেটে ফের বিতর্ক। ২ নভেম্বর যখন ভারতের মহিলা দল যখন বিশ্বকাপ ট্রফি তুলছে তখনই বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। নিগার সুলতানা জ্যোতি (Nigar Sultana) নাকি জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন। তবে পালটা দিয়েছেন নিগারও। 

কী অভিযোগ নিগারের বিরুদ্ধে?

এই অভিযোগটা তুলছেন তাঁর একসময়েরই সতীর্থ জাহানারা আলম। তাঁর বিস্ফোরক মন্তব্য, বর্তমান অধিনায়ক নিগার নাকি নিয়মিত জুনিয়রদের ‘অত্যাচার’ করেন। বাংলাদেশি সংবাদপত্র ‘কালের কণ্ঠ’কে তিনি জানান, 'জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এরকম জানিয়েছে, ‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ কয়েকজনের কাছ থেকে জেনেছি, ‘কালকে মার খেয়েছি।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।' তবে অভিযোগ শুধু জুনিয়রদের মারধোরের ঘটনা নয়, সিনিয়রদেরও অপমান করার অভিযোগ। 

জাহানারা বলেন, 'ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়রদের নাম ধরে ডাকা। সালমা আপুকে ‘সাল্লু’ আর আমাকে ‘এই জাহান’। আমি অবশ্য অবাক হইনি। কারণ জ্যোতি ছোটবেলা থেকেই উলটোপালটা কাজ করত। জ্যোতি তো অনেক সময় ফিটনেস টেস্টই দেয় না।' 

তিনি আরও বলেন, 'জুনিয়ররাই সব সময় ওর কিটব্যাগ টানে। কতবার যে জ্যোতিকে বলতে শুনেছি, ‘এই বসে আছিস কেন? যা আমার ব্যাগ নামা।’ জুনিয়ররা আসলে করতে বাধ্য, কিছু করার নেই। সিলেটেরই আরেকটি ঘটনা বলি। দুটি ড্রেসিংরুমের একটি জুনিয়রদের জন্য বরাদ্দ। জ্যোতিকে দেখলাম, ওটায় গিয়ে জুনিয়রদের দিয়ে মাথা টেপাচ্ছে, চুলে তেল দেওয়াচ্ছে।' বাংলাদেশ ক্রিকেটের পরিচালন ব্যবস্থা নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিগার। ৩২ বছর বয়সি জাহানারা বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। তাঁর ঝুলিতে ১০৮টি উইকেট আছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের পরিচালন ব্যবস্থা নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিগার। 

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ মহিলা ক্রিকেট দল নিয়ে এক প্রাক্তন সদস্য অনেক অভিযোগ করেছেন। বিসিবি এই অভিযোগগুলোর তীব্র বিরোধিতা করে। এগুলো মিথ্যা, ভিত্তিহীন ও সম্পূর্ণ বানানো। বাংলাদেশ যখন একত্রিত হয়ে উন্নতির চেষ্টা করছে, তখন এই অভিযোগ অবমাননাকর ও কলঙ্কজনক।' 

Advertisement

পাল্টা কী জবাব দিলেন নিগার?
নিগার পালটা জবাব দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে! আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন, তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অ্যাচিভমেন্ট, অনেক ব্যর্থতা দেখেছেন! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

POST A COMMENT
Advertisement