প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ারদের বড় উপহার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ড তাদের পেনশন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। বর্ধিত পেনশন ১ জুলাই, ২০২২ থেকে কার্যকর হবে। বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, "আমাদের প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা আজীবন খেলোয়াড়ই থাকেন। তাদের খেলার দিন শেষ হওয়ার পর তাদের পাশে দাঁড়ানো বোর্ড হিসেবে আমাদের কর্তব্য। আম্পায়াররাও এক একজন হিরো এবং বিসিসিআই তাদের অবদানকে সত্যিই মূল্য দেয়।'
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ রান সিং ধুমাল বলেছেন, "বিসিসিআই আজ যা কিছু, তা প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারের অবদানের কারণে। আমরা মাসিক পেনশন বৃদ্ধির ঘোষণা করতে পেরে দারুণ আনন্দিত, যা আমাদের প্রাক্তন ক্রিকেটারদের পাশে থাকার বড় ইঙ্গিত।''
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ টুইট করেছেন, "প্রাক্তন ক্রিকেটারদের (পুরুষ ও মহিলা) এবং ম্যাচ অফিশয়ালদের মাসিক পেনশন বৃদ্ধির ঘোষণা দিতে পেরে আমি খুশি। প্রায় ৯০০ সদস্য এই সুবিধা থেকে উপকৃত হবেন, প্রায় ৭৫ শতাংশ সদস্যের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।'
আরও পড়ুন: এক ম্যাচে রোজগার ১০৫ কোটি! EPL-কে ছাপিয়ে গেল IPL?
আরও পড়ুন: ফের এশিয়ান কাপের মূলপর্বে ভারত, সুনীলদের নয়া রেকর্ড
বিসিসিআই-এর আয়ও বেড়ে গিয়েছে অনেকগুন। আইপিএল-এর সম্প্রচার স্বত্ব বিক্রি করে বিরাট মুনাফা অর্জন করতে চলেছে ভারতের বোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগকেও ছাড়িয়ে গিয়েছে আইপিএল। এনএফএল-এর পরে এখন সবচেয়ে ধোনি লিগ হল ইন্ডয়ান প্রিমিয়ার লিগ।
পেনশন বেড়েছে
যে খেলোয়াড় বা আম্পায়ারদের পেনশন ছিল ১৫,০০০ টাকা তারা এখন ৩০,০০০ টাকা পাবেন। যাদের পেনশন ২২,৫০০ টাকা তাদের দেওয়া হবে ৪৫,০০০ টাকা। ৩০,০০০ টাকার মাসিক পেনশন পাওয়া কর্মীদের ৫২,৫০০ টাকা দেওয়া হবে৷ যে খেলোয়াড় বা আম্পায়াররা ৩৭,৫০০ টাকা পেনশন পেতেন তারা ৬০,০০০ টাকা পাবেন। এ ছাড়া যে সকল সদস্য ৫০ হাজার টাকা পান তারা এখন ৭০ হাজার টাকা পেনশন পাবেন।