বেন স্টোকস ও তাঁর ফ্যান মঙ্গলবার (১৯ জুলাই) কেরিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এই ম্যাচে তিনি একটি দারুণ কাজ করেছেন। এই তারকা অলরাউন্ডার তাঁর শেষ ওয়ানডে ম্যাচে একজন ছোট্ট ভক্তকে অমূল্য উপহার দিয়ে দেন। শেষ ওয়ান ডে ম্যাচের ক্যাপ ছোট্ট ভক্তের হাতে তুলে দেন স্টোকস।
আসলে, মঙ্গলবার চেস্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন বেন স্টোকস। এটাই ছিল তাঁর ওয়ানডে কেরিয়ারের শেষ ম্যাচ। সোমবার (১৮ জুলাই) ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন স্টোকস। প্রথম ইনিংসের পর মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে ফেরার সময় স্টএডিয়ামে থাকা দর্শকদের মধ্যে থেকে এক খুদে ভক্তকে ডাকেন স্টোকস। এরপর স্টোকস তাঁর শেষ ওয়ানডে ম্যাচের ক্যাপটি সেই শিশুকে উপহার দেন।
আরও পড়ুন: CFL, ডুরান্ডে ইস্টবেঙ্গলের কোচ কে? দৌড়ে এগিয়ে রঞ্জন-সঞ্জয়
ক্যাপ্টেন বাটলার স্টোকসকে জড়িয়ে ধরেন
শেষ একদিনের ম্যাচটি বেন স্টোকসের জন্য খুব স্মরণীয় ছিল। প্রথমে মাঠে নামার আগে তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক জস বাটলার। এরপর স্টোকস সবার আগে মাঠে নামেন। নামার সময় তাঁর চোখ জলে ভরে যায়। যদিও শেষ একদিনের ম্যাচে মাত্র ৫ রান করে আউট হন ইংরেজ অলরাউন্ডার।
আরও পড়ুন: ৩ প্রধানকে বাদ দিয়েই আপাতত শুরু হতে পারে কলকাতা লিগ, কবে থেকে?
হেরে যায় ইংল্যান্ড
ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এরপর ৫ উইকেটে ৩৩৩ রান করে ফেলে তারা। ১৩৪ রানের সেঞ্চুরি করেন রুসি ভ্যান ডের ডুসেন। জবাবে ইংল্যান্ড দল গুটিয়ে যায় ২৭১ রানে। সর্বোচ্চ ৮৬ রান করেন জো রুট। নিজের শেষ ওয়ানডেতে স্টোকস করতে পারেন মাত্র ৫ রান। এমনকি কোনো উইকেটও পাননি।