ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) নয়, এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়ে বেঙ্গালুরু এফসি-তে (Bengaluru FC) যোগ দিলেন ভারতের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন (Sandesh Jhingan)। এটিকে মোহনবাগানে খেলার আগে কেরল ব্লাস্টার্সে (Kerala Blasters) খেলতেন সন্দেশ। আগে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) ক্লাবেও খেলেছেন তিনি। তাই ফের নিজের পুরনো ক্লাবে ফিরে গেলেন তিনি। গত মরশুম থেকেই বিদেশে খেলতে যাওয়ার কথা ভাবছিলেন সন্দেশ। ইউরোপের কোনও ক্লাবে খেলার চিন্তা ভাবনা করছিলেন তিনি। তবে সে কথা খুব বেশিদূর এগোয়নি। সেই জন্যই নিজের পুরনো ক্লাবে ফিরে আসার সিদ্ধান্ত নেন সন্দেশ। রবিবার সকালে নিজেদের টুইটারে সন্দেশের সই করার কথা জানিয়ে দেয় বেঙ্গালুরু এফসি।
ইমামি ইস্টবেঙ্গলে এলেন না সন্দেশ
শোনা গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলে নাকি আসার কথা রয়েছে সন্দেশের। তা আর হল না। যদিও ক্লাব বা ফুটবলার কোনও তরফ থেকেই সন্দেশের লাল-হলুদ জার্সি পরার ব্যাপারে জানান হয়নি। তবে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর ইমামি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার ব্যাপারে। তবে শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাবে ফিরে গেলেন ভারতীয় ডিফেন্ডার।
আরও পড়ুন: DHFC vs ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের কোথায় পারেন টিকিট, দাম কত?
শক্তিশালী দল গড়ছে বেঙ্গালুরু
এই মরশুমে বেশ ভাল দল গড়ছে বেঙ্গালুরু এফসি। ডিফেন্সে রয়েছেন প্রবীর দাস, হীরা মন্ডল, আলেক্সজান্ডার জোভানভিচ। স্ট্রাইকার হিসেবে এটিকে মোহনবাগানে এসেছেন রয় কৃষ্ণ। এসেছেন জাভি হার্নান্ডেজও। ফলে সবমিলিয়ে কাগজে কলমে বেশ শক্তিশালী বেঙ্গালুরু এফসি।
আরও পড়ুন: ১৮ বছরে প্রথমবার ব্যালন ডি'অর তালিকায় নেই মেসি, কেন?
ডুরান্ড কাপে খেলবে বেঙ্গালুরু
ডুরান্ড কাপে গ্রুপ-এতে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের সঙ্গেই এই গ্রুপে রয়েছেন মহমেডান স্পোর্টিং, এফসি গোয়া, জামসেদপুর এফসি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স। ২১ আগস্ট সুনীলদের প্রথম ম্যাচ জামসেদপুর এফসি-র বিরুদ্ধে। কিশোর ভারতী স্টেডিয়ামে। ২৩ আগস্ট এয়ার ফোর্সের বিরুদ্ধে ম্যাচে নামবে তারা। ৩০ আগস্ট এফসি গোয়ার বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ রয়েছে তাদের। ২ সেপ্টেম্বর মহমেডানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলার কথা রয়েছে বেঙ্গালুরু এফসি-র।