scorecardresearch
 

ইংল্যান্ডের মাটিতে ছাপ ফেলেছেন ভারতের এই পাঁচ ব্যাটসম্যান

পাঁচ এই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও শচীন তেন্ডুলকর। এই পাঁচ ব্যাটসম্যান দুরন্ত ভাবে বিদেশের মাটিতে ইংরেজ বোলারদের বিরুদ্ধে দারুণ ক্রিকেট খেলেছেন। দাপিয়ে বেড়িয়েছেন ইংল্যান্ডের ২২ গজে।

Advertisement
টেস্ট ম্যাচে দ্রাবিড় ও শচীন। ফাইল ছবি। টেস্ট ম্যাচে দ্রাবিড় ও শচীন। ফাইল ছবি।
হাইলাইটস
  • ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে লড়াই
  • ২২ গজে সেরা এই পাঁচ ব্যাটসম্যান
  • ইংল্যান্ডের মাটিতে সেরা এই পাঁচ প্রাক্তনী

ইংল্যান্ডের মাটিতে পুরোপুরি এবার টেস্ট ক্রিকেট খেলতেই যাচ্ছেন বিরাট কোহলিরা। শুধু মহিলা দলই নয় যাচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলও। তারাও খেলবেন টেস্ট ম্যাচ। তবে বিশেষ চমক ও উত্তেজনা রয়েছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে। যেখানে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। আর সেই ম্যাচ শেষ হতেই ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ও ভারত। ইংল্যান্ডের মাটিতে অতীতে ছাপ ফেলেছেন একাধিক ক্রিকেটার। তার মধ্যে এই পাঁচ ব্যাটসম্যান বিশেষ চমক দেখিয়েছেন ইংল্যান্ডের পিচে।

পাঁচ এই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও শচীন তেন্ডুলকর। এই পাঁচ ব্যাটসম্যান দুরন্ত ভাবে বিদেশের মাটিতে ইংরেজ বোলারদের বিরুদ্ধে দারুণ ক্রিকেট খেলেছেন। দাপিয়ে বেড়িয়েছেন ইংল্যান্ডের ২২ গজে।


সৌরভ গঙ্গোপাধ্যায়

ইংল্যান্ডের মাটিতে সৌরভের সঙ্গে একটি আলাদা কানেকশন পাওয়া যায়। কারণ লর্ডসের মাটিতেই প্রথম শতরানটি করেছিলেন মহারাজ, রয়েছে তিনটি শতরান। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে একাধিক নজির গড়েছেন সৌরভ। অধিনায়ক হিসাবে ন্যাটওয়েস্ট ট্রফি জয় ছাড়াও আরও অনেক কিছুই লেখা রয়েছে রেকর্ড বুকে। একটি রেকর্ড অনুযায়ী ১৫ ইনিংসে ৯১৫ রান রয়েছে দাদার। প্রিন্স অব কলকাতার গড় ৬৫-র কাছাকাছি।

সুনীল গাভাস্কার

ভারতীয় ক্রিকেটে এক সময় গাভাস্কার মানেই ছিলো আবেগ। গাভাস্কারের ব্রিটিশদের মাটিতে রয়েছে ২৮টি ইনিংস। ১১৫২ রান করেছেন তিনি। একই সঙ্গে রয়েছে দ্বিশতরানের রেকর্ডও। গাভাস্কারের মতো ক্রিকেটার সব দেশের মাটিতেই দারুণ পারফর্ম করেছেন। একই সঙ্গে ইংল্যান্ডেও তিনি পিছিয়ে ছিলেন না।


দিলীপ বেঙ্গসরকার

ভারতীয় ক্রিকেটের অন্যতম টেকনিক্যাল দিক থেকে ভালো ব্যাটসম্যান হিসাবে ধরা হতো বেঙ্গসরকারকে। ২৩ ইনিংসে প্রায় ৯০০-র কাছাকাছি রান রয়েছে বেঙ্গসরকারের। যাঁর মধ্যে সর্বোচ্চ একটি ১৫০ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। 

Advertisement

শচীন তেন্ডুলকর

ক্রিকেটের ভগবান হিসাবেই ধরা হয় শচীন তেন্ডুলকরকে। আর রেকর্ডের খাতা মানেই শচীন তেন্ডুলকরের নাম থাকে শীর্ষে। ইংল্যান্ডের মাটিতেও ৩০ ইনিংসে ১৫৭৫ রান করেছেন শচীন। ইংল্যান্ডের মাটিতে চারটি শতরান করেছেন শচীন, একই সঙ্গে অর্ধশতরান করেছেন ৮টি। 


রাহুল দ্রাবিড়

ভারতীয় টেস্ট দলের ব্যাটসম্যান হিসাবে তিনিই ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। দি ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড়। ইংল্যান্ডের মাটিতে দ্রাবিড়ের গড় ৬৮য়ের কাছাকাছি। একই সঙ্গে ইংরেজদের মাটিতে তিনি খেলেছেন ২৩টি ইনিংস। ১৩৭৬ রান করেছেন দ্রাবিড়। ছটি শতরান করেছেন দ্রাবিড়।

Advertisement