SAI-এর হস্টেলে দুই নাবালিকা অ্যাথলিটের ঝুলন্ত দেহ, রহস্যজনক

হস্টেল সূত্রে জানা গেছে, ১৫ বছরের কিশোরীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকলেও ঘটনার রাতে তারা দু’জন একই ঘরে ছিল। ভোরের আগে পর্যন্ত তাদের স্বাভাবিক অবস্থাতেই দেখা গিয়েছিল বলে জানিয়েছেন অন্য আবাসিকরা। এরপর ঠিক কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
SAI-এর হস্টেলে দুই নাবালিকা অ্যাথলিটের ঝুলন্ত দেহ, রহস্যজনককেরলের সাই হস্টেল।-ফাইল ছবি
হাইলাইটস
  • কেরলের কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) পরিচালিত একটি হস্টেলে মর্মান্তিক ঘটনা।
  • হস্টেলের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দুই নাবালিকা খেলোয়াড়ের দেহ।

কেরলের কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) পরিচালিত একটি হস্টেলে মর্মান্তিক ঘটনা। হস্টেলের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দুই নাবালিকা খেলোয়াড়ের দেহ। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটি আত্মহত্যা নাকি খুন, সেই প্রশ্নকে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই কিশোরীর বয়স যথাক্রমে ১৭ ও ১৫ বছর। একজন কোঝিকোড় এবং অন্যজন তিরুঅনন্তপুরমের বাসিন্দা। তারা দু’জনেই প্রতিশ্রুতিমান খেলোয়াড়। একজন কবাডি ও অন্যজন অ্যাথলেটিক্সে প্রশিক্ষণ নিচ্ছিল। পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণের জন্য তারা কোল্লামের সাই হস্টেলেই থাকত। একজন দ্বাদশ শ্রেণি এবং অন্যজন দশম শ্রেণির ছাত্রী।

ঘটনাটি নজরে আসে বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ। নির্ধারিত সময়ে প্র্যাকটিসে না আসায় হস্টেল কর্তৃপক্ষ তাদের খোঁজ নিতে যায়। বারবার ডাকাডাকির পরেও দরজা না খোলায় সন্দেহ বাড়ে। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢুকতেই ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর নিথর দেহ দেখতে পান কর্তৃপক্ষ।

হস্টেল সূত্রে জানা গেছে, ১৫ বছরের কিশোরীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকলেও ঘটনার রাতে তারা দু’জন একই ঘরে ছিল। ভোরের আগে পর্যন্ত তাদের স্বাভাবিক অবস্থাতেই দেখা গিয়েছিল বলে জানিয়েছেন অন্য আবাসিকরা। এরপর ঠিক কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ দুই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হস্টেলের সহপাঠী, প্রশিক্ষক এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

 

POST A COMMENT
Advertisement