scorecardresearch
 

Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে কে? উঠে আসছে বলিউড তারকার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে। বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করতে পারেন তা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। শোনা যাচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন রনবীর কাপুরই (Ranbir Kapoor)। কিছুদিন আগেই রনবীরের নাম উঠে এসেছিল। তবে সময় দেওয়া নিয়ে কিছুটা সমস্যা ছিল।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • সৌরভের চরিত্রে রনবীর কাপুর?
  • সৌরভের বায়োপিকে অভিনয় করতে পারেন বলিউড তারকা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই কাজ চলছে। বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করতে পারেন তা নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। শোনা যাচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন রনবীর কাপুরই (Ranbir Kapoor)। কিছুদিন আগেই রনবীরের নাম উঠে এসেছিল। তবে সময় দেওয়া নিয়ে কিছুটা সমস্যা ছিল।

শোনা গিয়েছিল ডেট ফাঁকা পাচ্ছিলেন না বলিউড (Bollywood) তারকা। তবে শেষ অবধি প্রোডিউসাররা রনবীরের ডেট পেতে সক্ষম হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও খুব পছন্দ করেন রনবীরের অভিনয়। তাই সৌরভের নিজের পছন্দ ছিল রনবীর কাপুর ও হৃতিক রোশন (Hrithik Roshan)। তবে এই দুই তারকার মধ্যে রনবীরকেই বেছে নেন প্রযোজকরা। এরপরেই তাঁর ডেট পাওয়া নিয়ে কিছুটা সমস্যা হয়। 

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রনবীর কাপুর
সৌরভ গঙ্গোপাধ্যায় ও রনবীর কাপুর

সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিছুদিন পরেই রনবীর কলকাতায় আসবেন। রেইকির জন্য কলকাতার বিভিন্ন মাঠ, সিএবি (CAB), ইডেন গার্ডেন্স (Eden Gardens) ও বেহালায় সৌরভের বাড়িও ঘুরে দেখবেন রনবীর। কিছুদিন আগেই কলকাতায় অনুষ্ঠিত সাহিত্য আজতকে (Sahitya Aajtak) পারফর্ম করতে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সেখানেও তাঁকে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়। যদিও তিনি কোনও নাম বলেননি। ডোনার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও মুখ খুলতে চাননি সৌরভের স্ত্রী। 

আরও পড়ুন: IPL-এর উদ্বোধনে গাইবেন অরিজিত্‍? মেগা ইভেন্টের তোড়জোড় শুরু

বেশ কিছুদিন ধরেই সৌরভের বায়োপিক নিয়ে কাজ শুরু হয়েছে। এর আগে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়েও বায়োপিক হয়েছে। সেখানে দারুণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) । ৮৩-র বিশ্বকাপ জয় নিয়েও সিনেমা হয়েছে। সেখানে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) চরিত্রে দেখা গিয়েছিল রনবীর সিং-কে (Ranveer Singh)। মহিলাদের ক্রিকেটের রোলমডেল ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিকে অভিনয় করেছেন বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। 

Advertisement

আরও পড়ুন: Out সঞ্জু-In উনাদকট, BCCI-র সিদ্ধান্তে কীসের ইঙ্গিত?

এবার সৌরভের বায়োপিকে দেখা যাবে বলিউডের আরও এক তারকাকে? এটাই এখন প্রশ্ন। যদিও সরকারী ঘোষণা এখনও হয়নি।      

Advertisement