Ronaldinho In Kolkata: আজই কলকাতায় আসছেন রোনাল্ডিনহো, কী কী রয়েছে সফর সূচিতে?

দুর্গাপুজোর আগে শহরে আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো। রবিবার সন্ধ্যায় শহরে চলে আসছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। কলকাতায় তাঁর কর্মসূচি শুরু সোমবার থেকে। ঠাসা সূচি রয়েছে তাঁর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং উপহারও দেবেন রোনাল্ডিনহো। 

Advertisement
আজই কলকাতায় আসছেন রোনাল্ডিনহো, কী কী রয়েছে সফর সূচিতে?রোনাল্ডিনহো

দুর্গাপুজোর আগে শহরে আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো। রবিবার সন্ধ্যায় শহরে চলে আসছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। কলকাতায় তাঁর কর্মসূচি শুরু সোমবার থেকে। ঠাসা সূচি রয়েছে তাঁর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং উপহারও দেবেন রোনাল্ডিনহো। 

কী কী কর্মসূচি রয়েছে?
 তিনি প্রথমে যাবেন ডায়মন্ডহারবার এফসিতে। জানা গিয়েছে ১৭ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার তিনি ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। দুপুর দুটো থেকে শুরু হবে ম্য়াচ। বাটানগরের বাটা স্টেডিয়াম গ্রাউন্ডে আয়োজিত হবে এই ম্য়াচ। রোনাল্ডিনহো জানিয়েছেন তিনি শ্রীভূমি স্পোর্টিং, আহিরিটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক এবং রিষড়ার পুজোয় হাজির হবেন। ভারতে এসে তিনি ক্রিকেট শিখতে চান। বিশ্বে ক্রিকেট অত জনপ্রিয় না হলেও ভারতের ক্রিকেটের ক্রেজ উনি জানেন। জানেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথাও। তাঁর থেকেই ফুটবল তারকা ক্রিকেট শিখতে চান।

জানা গিয়েছে ১৮ অক্টোবর তিনি যাবেন ঢাকায়। রোনাল্ডিনগহো নিজের ফেসবুক পোস্টে সেই খবর জানান। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। 

কিছুদিন আগে বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজকে শহরে এনেছিলেন শতদ্রু দত্ত। মোহনবাগান ক্লাবে যাওয়ার পাশাপাশি একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। দর্শকদের দেখার জন্য ব্যবস্থাও করা হয়। মার্তিনেজ জ্বর কাটতে না কাটতেই এবার রোনাল্ডিনহো। এবারেও তাঁকে আনছেন শতদ্রুই।  নিজের ফেসবুকে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনাল্ডিনহো। এবং তিনি তাঁর একটা জার্সি মুখ্য়মন্ত্রীকে উপহার দেবেন।’

মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহমেডান স্পোর্টিং-এর পাশাপাশি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। গতবারের বিশ্বকাপের সময়ও এ শহরে লিওনেল মেসিকে নিয়ে আবেগ টের পাওয়া গিয়েছিল। সোশ্যাল মিডিয়া তো বটেই, পাড়ার মোড়েও দেখা গিয়েছে আর্জেন্টাইন তারকার ছবি। আর এবার পুজোর আগে ব্রাজিলিয়ান তারকাকে দেখতে সাধারণ মানুষ যে ভিড় জমাবেন তা বলাই যায়।   

Advertisement

POST A COMMENT
Advertisement