কলকাতা হকি (Calcutta Hockey League) লিগে ২২ বছর পর খেলতে নামল মোহনবাগান (Mohun Bagan)। সিইএসসি-র বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জয় পায় সবুজ-মেরুন। এরপর সামনে ইস্টবেঙ্গল (East Bengal)। হকি ডার্বি (Hockey Derby) নিয়ে যদিও এখনই খুব বেশি আশার আলো দেখছেন না মোহনবাগান কর্তারা। বরং পরের বছরের দিকেই ফোকাস করছেন তাঁরা।
ম্যাচর পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, "বহুদিন পর আমাদের দল হকি খেললো। সামনে ডার্বিতে ভাল খেলার আশাই রাখছি। খুব বেশি কিছু প্রত্যাশা নেই। আমাদের কর্মকর্তারাও দীর্ঘদিন পরে হকি নিয়ে কাজ করা শুরু করেছেন। ফলে তাঁদেরও সময় দিতে হবে।"
দীর্ঘদিন পর মোহনবাগান মাঠে দর্শকরা এলেন। হকি ম্যাচ দেখলেন। যা নিয়ে বেশ খুশি মোহনবাগান সচিব। তিনি বলেন, "প্রচুর মানুষ আজ ম্যাচ দেখতে এসেছিলেন। তাঁদের বয়স ২০-২২ বছর হবে। তাই বলাই যায়, তাঁরা প্রথমবার মোহনবাগান মাঠে বসে হকি ম্যাচ দেখলেন। এটাই দারুণ ব্যাপার।"
আরও পড়ুন: শামির বিরুদ্ধে যখন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেন হাসিন, সাক্ষী ইশান্ত বলেছিলেন...
পরের মরশুম থেকে হকিকে আলাদা গুরুত্ব দেওয়ার ভাবনা রয়েছে বলেও জানান দেবাশিস দত্ত। পরের বছর আরও ভাল দল গড়ে বেটন কাপ জেতাই লক্ষ্য মোহনবাগানের। দেবাশিস দত্ত বলেন, "আমাদের লক্ষ্য পরের মরশুমে আরও ভালো খেলা। টারফের মাঠে খেলে বেটন কাপ চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য থাকবে।"
আরও পড়ুন:বাবরের থেকে দ্বিগুণ টাকা পাবেন মন্ধনা, কী ভাবে ধনী হচ্ছেন মহিলা ক্রিকেটাররা?
গত বছর ভোটে জিতে সচিবের দায়িত্ব নিয়েছিলেন দেবাশিস। এক বছরের মধ্যে সাফল্যের মুকুটে আরও একটা পালক যুক্ত হল তাঁর। দেবাশিস বলেন, "আমরা কথা দিয়েছিলাম হকি দল গড়ব। সেটা গড়ে খেলাও শুরু করে দিলাম। এক বছরের মধ্যে এটা আরও একটা বড় সাফল্য।" সাফল্য নিয়ে কথা বললেও রিমুভ এটিকে নিয়ে বেশ সরগরম ছিল মোহনবাগান মাঠ। সদস্য গ্যালারির উল্টো দিক থেকে একের পর এক স্লোগান দিতে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। এ নিয়েও বেশ সরগরম ছিল ময়দান।