Team India T20 World Cup 2026: T20 বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন ওয়াশিংটন? প্ল্যান বি ভেবে রাখছে BCCI

টি২০ বিশ্বকাপের আগে ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে চিন্তায় ভারতীয় দল। প্রথমদিকে তাঁর চোট সাধারণ বলে মনে করা হলেও, যত সময় যাচ্ছে ততই তা জটিল হয়ে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে হঠাৎই বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে।

Advertisement
T20 বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন ওয়াশিংটন? প্ল্যান বি ভেবে রাখছে BCCIওয়াশিংটন সুন্দর

টি২০ বিশ্বকাপের আগে ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে চিন্তায় ভারতীয় দল। প্রথমদিকে তাঁর চোট সাধারণ বলে মনে করা হলেও, যত সময় যাচ্ছে ততই তা জটিল হয়ে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে হঠাৎই বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে। 

ওয়াশিংটন সুন্দর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। শনিবার বেঙ্গালুরুর BCCI-এর সেন্টার অব এক্সেলেন্সে তিনি আসবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসকরা তাঁর পুরোপুরি সুস্থ হতে কত সময় লাগবে, তা জানাতে আরও এক সপ্তাহ সময় চাইছেন। তবে সূত্রের খবর, সময়সীমা এখন অনেকটাই কম।

ব্যাক আপ প্ল্যান তৈরি করে রাখছে বিসিসিআই
ওয়াশিংটন সুন্দরের যে চোট রয়েছে তা যদি সময়মতো না সারে, তা হলে বদল করতেই হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের দাবি, ‘এই মুহূর্তে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে ব্যাকআপ প্ল্যান ভাবতে হচ্ছে। বিশ্বকাপের প্রথম ধাপে ওয়াশিংটনের পুরোপুরি ফিট না থাকার সম্ভাবনা প্রবল। পুরো টুর্নামেন্টে ওর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে মেডিকেল টিমের পূর্ণাঙ্গ রিপোর্টের পর। যেহেতু ভারত প্রথম রাউন্ডে মূলত অ্যাসোসিয়েট দেশগুলোর বিপক্ষে খেলবে, তাই হয়তো কোনও রিপ্লেসমেন্ট না দিয়েই ওকে সময় দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে, ফিট হলেও ওর প্রথম একাদশে শুরু থেকে থাকার কথা নয়।’

সুন্দরের জায়গায় কে?
যদি সুন্দরর চোট প্রত্যাশার চেয়ে গুরুতর হয়, ভারত কয়েকটি বিকল্প ভাবতে পারে। রিয়ান পরাগের নাম আসছে সামনে। তিনি অফ-স্পিনে ততটা দক্ষ না হলেও, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি প্রস্তুত। যদিও তিনি নিজেও কাঁধের চোট সারিয়ে ছাড়পত্রের অপেক্ষায় আছেন, তবু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের ট্রেনিং ভিডিও পোস্ট করছেন। তবে শুধু রিয়ান নন, অয়ুষ বাদোনি, বর্তমানে ওয়ানডে স্কোয়াডে আছেন, তিনি ‘ডার্ক হর্স’ হিসেবে উঠে এসেছেন। শাহবাজ আহমেদ ও ক্রুনাল পান্ডিয়া দুই বাঁহাতি স্পিনারও এই দৌড়ে আছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement