scorecardresearch
 

ATK Mohun Bagan, East Bengal: এটিকে মোহনবাগানেই থাকলেন কার্ল, ইস্টবেঙ্গল ছেড়ে সুনীলদের ক্লাবে হীরা

শুধু মাত্র মিডফিল্ডার হিসেবে নয়, ম্যাকহিউ দরকার হলে ডিফেন্সেও খেলতে পারেন। গত মরশুমে ১৮টি ম্যাচ এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন ম্যাকহিউ। ৭৬টি ট্যাকেল, ২৭টি ক্লিয়ারেন্স ও ২১টি ইন্টারসেপশন করেছেন তিনি। এতেই বোঝা যায়, তিনি কতটা ভাল ডিফেন্ডার। রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রক্ষা করতে এমন ফুটবলারের দরকার ছিল এটিকে মোহনবাগান দলে। 

Advertisement
কার্ল ম্যাকহিউ ও হীরা মন্ডল কার্ল ম্যাকহিউ ও হীরা মন্ডল
হাইলাইটস
  • বেঙ্গালুরুতে হীরা
  • মোহনবাগানে কার্ল

আরও দুই বছরের জন্য এটিকে মোহনবাগানেই থেকে গেলেন কার্ল ম্যাকহিউ। আইরিশ এই মিডফিল্ডারকে আসন্ন এএফসি কাপ ও আইএসএল-এও খেলতে দেখা যাবে। এএফসি কাপের আগে পাঁচ বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান। এএফসি কাপে চার বিদেশি খেলতে পারবেন। ফলে ব্রেন্ডন হামিল, ফ্লোরেন্টিন পোগবা, কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, হুগো বুমোসের মধ্যে কোনও এক ফুটবলারকে বেঞ্চে বসতে হবে। 

ম্যাকহিউ ডিফেন্সেও খেলতে পারেন
শুধু মাত্র মিডফিল্ডার হিসেবে নয়, ম্যাকহিউ দরকার হলে ডিফেন্সেও খেলতে পারেন। গত মরশুমে ১৮টি ম্যাচ এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন ম্যাকহিউ। ৭৬টি ট্যাকেল, ২৭টি ক্লিয়ারেন্স ও ২১টি ইন্টারসেপশন করেছেন তিনি। এতেই বোঝা যায়, তিনি কতটা ভাল ডিফেন্ডার। রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রক্ষা করতে এমন ফুটবলারের দরকার ছিল এটিকে মোহনবাগান দলে। 

গত মরশুমেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচে মারাত্মক চোট পেয়েছিলেন ম্যাকহিউ। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাতে হয়। এই দুর্ঘটনার ১৮ দিন পর মাঠে ফিরে আসেন ম্যাকহিউ। ওডিশা এফসি-র বিরুদ্ধে গোটা ম্যাচ খেলেন তিনি। ২০১৯ সাল থেকে এটিকে মোহবাগানে রয়েছেন কার্ল। মোট ৪৫টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। একটি গোলও করেছেন তিনি। 

আরও পড়ুন: একে হার, স্লো ওভার রেটেও WTC টেবিলে পতন রোহিতদের

আরও পড়ুন: গুরু দ্রাবিড়ের রণকৌশল ব্যর্থ? টিম ইন্ডিয়ার সমস্যা কোথায়...

বেঙ্গালুরু এফসি-তে হীরা মন্ডল
গত মরশুমে ইস্টবেঙ্গল ভাল না খেললেও ভাল খেলে সুনাম অর্জন করেছিলেন হীরা মন্ডল। দীর্ঘদিন লাল-হলুদের জন্য অপেক্ষা করলেও চুক্তি সই না হওয়ায় হীরা বেঙ্গালুরু এফসি-তে সই করে দিলেন।

শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল যে টাকা তাঁকে দিতে চেয়েছিল, তার থেকে অনেক বেশি টাকাতে বেঙ্গালুরুতে যাচ্ছেন হীরা। ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নতুন ইনভেস্টর আসার পরেও চুক্তি সই হয়নি। কী হবে, সেটা এখনও কারোর কাছে স্পষ্ট নয়। সেকারণেই আর অপেক্ষা করতে পারলেন না হীরা।

Advertisement

বুধবার সকাল থেকেই ময়দানে গুঞ্জন শোনা যাচ্ছিল, মহম্মদ রফিক, শঙ্কর রায়দের মত হীরাকেও হারাতে পারে ইস্টবেঙ্গল। 
         

Advertisement