scorecardresearch
 

Copa America 2024: ড্র ব্রাজিলের, কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ম্যাচের আগে সমস্যায় রাফিনহারা

গ্রুপ ডি-র শেষ ম্যাচে আটকে গেল ব্রাজিল (Brazil) দল। কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে এই ম্যাচে এগিয়ে গেলেও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে। ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচে হার এড়াতে হত। অন্যদিকে কলম্বিয়া ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। 

Advertisement
brazil brazil

গ্রুপ ডি-র শেষ ম্যাচে আটকে গেল ব্রাজিল (Brazil) দল। কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে এই ম্যাচে এগিয়ে গেলেও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে। ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে এই ম্যাচে হার এড়াতে হত। অন্যদিকে কলম্বিয়া ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। 

যেভাবে এগিয়ে গেল ব্রাজিল

কলম্বিয়ার বিপক্ষে দারুণ শুরু করেন ভিনিসিয়াস-রাফিনহারা। তবে প্রথমে ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াই। তবে তা অফ সাইডের জন্য বাতিল হয়। ম্যাচের নবম মিনিটে পাওয়া জেমস রদ্রিগেজের ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। ব্রাজিলের হয়ে গোল করেন রাফিনহা। ১২ মিনিটে দারুণ ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। পেনাল্টি বক্সের বেশ কিছুটা বাইরে থেকে শট নিলেও, গোলে ঢোকে রাফিনহার শট। তবে প্রথমার্ধে অতিরিক্ত সময়েই গোল করে সমতায় ফেরে কলম্বিয়া।

দারুণ গোলে সমতা ফেরাল কলম্বিয়া

থ্রো থেকে গোল আদায় করে নেয় কলম্বিয়া। প্রথমে থ্রো থেকে বল পান জন কর্ডোবা। তিনি ডি-বক্সে একা থাকা ড্যানিয়েল মুনোজকে পাস দেন। সেই পাস পেয়ে কলম্বিয়াকে সমতায় ফেরাতে ভুল করেননি এই ফুলব্যাক। সমতায় প্রথমার্ধ শেষ হলেও শেষ আটে যাওয়ায় এগিয়ে আছে ব্রাজিল। গ্রুপের অপর ম্যাচে কোস্টারিকা ২-১ গোলে জিতেছে প্যারাগুয়ের বিপক্ষে। 

পরের ম্যচে নেই ভিনিশিয়াস

Advertisement

এদিকে ম্যাচের সাত মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলের এই তারকা। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না এই তারকা। ফলে সমস্যা বাড়ল ব্রাজিলের।  

এমনিতেই নেইমারকে ছাড়া ছন্নছাড়া ফুটবল খেলছে ব্রাজিল দল। এর সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে ভিনিশিয়াসের মতো গোল স্কোরার না থাকলে সমস্যা তো হবেই। উরুগুয়ে ধারে ভারে বেশ শক্তিশালী। তাদের হারাতে হলে সুযোগের সদব্যবহার করতে হবে ব্রাজিলকে। এর মধ্যেই তারকা ফুটবলার না থাকলে সমস্যা তো বাড়বেই।     

Advertisement